কবিতা: রোদেলা স্বপ্ন ভাসে—সুফিয়ান আহমদ চৌধুরী
রোদেলা স্বপ্ন ভাসে
সুফিয়ান আহমদ চৌধুরী
শীতের কুয়াশার চাদরে পড়ে আছে
নগর গাঁও, লতা-গুল্ম।
ধীর স্থির হাওয়ায় হাসছে ভোরের রোদ
মধুর আনন্দ ছড়িয়ে
উঠোনে উঠোনে কোমল শিশু
খেলা করে, যেনো আছে তারা-
নির্ভাবনার মায়ের আঁচলে, হাতের তালুতে।
খেজুর গাছে ঝুলছে মাটির হাড়ি
আর নিঝুম রাত শেষে স্বপ্ন মাখা গেছোর চোখে
পূর্ণিমার মতো ঝুলছে সমৃদ্ধির আগামী।
কেউ কেউ পিঠা পুলির গন্ধে আকুল
তারা যেনো প্রত্যেকেই মায়াবী শীতের সন্তান,
গোল হয়ে আগুনের ওম থেকে-
কুড়িয়ে নিচ্ছে পকেট পকেট সুখ।
যারা ভালোবাসার গল্পে বিভোর
তাদের ঠোঁটে ফোটে উঠছে রোদের ফুল,
নির্জন জারুল গাছের নিচে দাঁড়িয়ে
পরস্পর লিখছে প্রেমের ইতিহাস
আঁকছে কুয়াশা ভেজা চুম্বনের রেখাচিত্র।
শীত কি তবে স্বপ্ন নিয়ে আসে?
শীত কি তবে নরম রোদে স্বপ্ন নিয়ে ভাসে?
আশ্রয়হীন যারা তারাও জেগে উঠে
আকাঙ্খার আঙুল ধরে সারি সারি দাঁড়ায়
আবার সময়ের দোলনায় দুলে দুলে নাচে।


















