Logo

সাহিত্য সংস্কৃতি    >>   চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর উদ্যোগে ব্রুকলিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর উদ্যোগে ব্রুকলিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর উদ্যোগে ব্রুকলিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী চট্টগ্রামবাসীদের সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক. এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, সন্ধ্যা ৬টা থেকে, নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত চট্টগ্রাম সমিতি ভবনে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিজয়ের চেতনাকে প্রবাসে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানে থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

আলোচনা সভায় বক্তব্য রাখবেন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও কণ্ঠ শিল্পী রাজীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।

এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রবাসী কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেবেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব পরিচালনা করবেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরী।

আয়োজকরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন প্রবাসী নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও চট্টগ্রামবাসীসহ সবাইকে পরিবার-পরিজন নিয়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।