সেদিক দিয়ে বাংলাদেশ বরাবরই ব্যর্থ রাষ্ট্র- আনিস রহমান
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের কমিউনিকেশন বিভাগের শিক্ষক আনিস রহমানের ছোট্ট এ লেখাতে উঠে এসেছে বাংলাদেশের বাস্তব চিত্র। ওসমান হাদির মৃত্যুর প্রতিক্রিয়ায় জ্বালিয়ে দেয়া হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুই পত্রিকার কার্যালয়। একই দিনে জনসম্মুখে পিটিয়ে হত্যা করে পুড়ানো হলো হলো দীপু দাসকে। এই ডামাডোলের ভেতর কম গুরুত্ব পেলেও, দীপু হত্যার ঘটনাতেই মূলত দেশের প্রকৃত অবস্থা বুঝা যায়। সংখ্যালঘুর নিরাপত্তা যে কোনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির লিটমাস টেস্ট। সেদিক দিয়ে বাংলাদেশ বরাবরই ব্যর্থ রাষ্ট্র।
যে সরকার বাউল/মাজার সাধকের মৃতদেহ বা হিন্দু লাশের গায়ে অগ্নি-সংযোগের বিচার করতে পারে না, সেই সরকারের কাছে প্রগতিশীল মিডিয়ায় অ.গ্নি সংযোগের বিচার চাওয়া বাতুলতা মাত্র।
দুই যায়গাতেই সরকার তথাকথিত মবের "নারায়ে তকবির" ধ্বনির কাছে নতজানু, অথচ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে অগ্নিসংযোগকারি কারা। এই সরকারের সংখ্যালঘুদের নির্যাতনের বিচার নিশ্চিত করার সক্ষমতা আর আন্তরিকতা থাকলে বড় ধরনের রাজনৈতিক সহিংসতাগুলো নিয়ন্ত্রণ করাও তার পক্ষে সম্ভব হতো।
এর আগেও হাসিনার সময়ে বিশ্বজিৎ-হত্যার ক্ষেত্রে অপরাধীদের অনেকেই মৃত্যুদন্ড এড়াতে পেরেছে। বাংলাদেশের রাজনীতিতে এভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপিড়ন দিন দিন বেড়েই চলেছে। আইনের শাসন প্রতিষ্ঠা করে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস ভেদে সকল জনগণের নিরাপত্তার অধিকার নিশ্চিত করাই এর সমাধান হতে পারে।

















