Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: তোমাকেই দিলাম মুক্তি—বিপুল চন্দ্র রায়

কবিতা: তোমাকেই দিলাম মুক্তি—বিপুল চন্দ্র রায়

কবিতা: তোমাকেই দিলাম মুক্তি—বিপুল চন্দ্র রায়

কবিতা: তোমাকেই দিলাম মুক্তি
বিপুল চন্দ্র রায়
 
কবিতা! ছন্দের কারুকাজে হৃদয়ের অর্ঘ্য;
প্রত্যহ তোমাতেই লভিতাম জীবনের স্বর্গ!
শব্দের রন্ধ্রে রন্ধ্রে ছিল যে নিবিড় বসবাস,
আজ তাহা কেবলি স্মৃতি, ভস্মীভূত দীর্ঘশ্বাস।
কঠিন এ ইশতেহার, শুনো ওগো কবিতা! 
অক্ষর-শরীরিণী, তোমায় করিবো বিসর্জন,
কবিতা! আজিকে দিই তোমাকে তালাক!
প্রেমের সমাধি পরেধ্বনিত হোক বিষাদ-ডাক।
পাঠক-পাঠিকা, শুনুক বিদায়ের এ বার্তা, 
চিরতরে রুদ্ধ আজি,ভাবের যাতায়াতের রাস্তা।
আমাতে তোমার অধিকার হইলো সম্পূর্ণ খারিজ, 
যেমন দম্পতি-সম্পর্ক হয় বিচ্ছেদেতে ত্যাজ্য।
আমি হলাম নিরুপায়;চিন্ময় প্রেমিকা!
তোমার মুক্তি, আমার অভিশাপ রয়। 
নিলীম গগনে, আজ হইতে তুমিমুক্ত বিহঙ্গ;
আমারো কলমখানি, আজন্মের মতো নপুংস।
তুমি আর আমি,যেন দুটি বিপর্যস্ত অক্ষরবৃত্ত, 
আর কোনোদিন হবোনা সমন্বিত, একত্রিত।
দিলাম খণ্ডনের সংজ্ঞার্থ আমি ভালোবেসে,
কবিতার সাথে আজ হইতে আমি মুক্ত।
কবিতাকে করিলাম নির্বাসন,জীবনের প্রান্তরে;
স্মৃতির দহনে এজীবন কাটাবো আমি একাকীত্বে।
কবিতা! ক্ষমা করো, ওগো চিন্ময়ী প্রেয়সী! 
তোমারেই শুধু চাহি, ওগো মোর চির-কল্যাণী।

 বিপুল চন্দ্র রায়, রাজারহাট-কুড়িগ্রাম,বাংলাদেশ।