Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করবে বনহিশিখা সঙ্গীত নিকেতন ইনক.

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করবে বনহিশিখা সঙ্গীত নিকেতন ইনক.

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করবে বনহিশিখা সঙ্গীত নিকেতন ইনক.

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের ঘোষণা দিয়েছে বনহিশিখা সঙ্গীত নিকেতন ইনক.। “Celebration of Bangladesh’s Great Victory Day” শীর্ষক এ অনুষ্ঠানটি আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জিউইশ সেন্টারে অনুষ্ঠিত হবে।

বনহিশিখা সঙ্গীত নিকেতন ইনক. ও সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন ইনক.–এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে থাকছে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার স্টিভেন রাগা (Assembly District 30)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রভাত চন্দ্র দাস এবং প্রখ্যাত চিকিৎসক ও সমাজকর্মী ডা. সোরয়ারুল চৌধুরী হাসান।

অনুষ্ঠান পরিচালনা ও আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন বনহিশিখা সঙ্গীত নিকেতন ইনক.-এর চেয়ারপারসন ডা. সবিতা দাস (PhD), সাধারণ সম্পাদক ডা. দর্শনা দাস গাঙ্গুলী, প্রধান সমন্বয়কারী উজ্জ্বল নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অরুণা সাহা, এবং কমিউনিকেটর রুনা রায়।

আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজনসহ উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।