Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার নবনির্বাচিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত

নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার নবনির্বাচিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত

নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার নবনির্বাচিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (জুয়ানা)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব গত শনিবার নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে নর্থ আমেরিকায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার-পরিজন ও স্বজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জুয়ানার নতুন কমিটির সভাপতি হিসেবে মেহেরুন নাহার মাজেদা এবং সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউল হক জিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল হক দুলাল নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুয়ানা সভাপতি মেহেরুন নাহার মাজেদা এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া। সভায় বক্তব্য রাখেন জুয়ানার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেলসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ।


অভিষেক ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারপতি সোমা এস সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ মিজান চৌধুরী, মির্জাপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল নুরুল হোসেন, জুয়ানার সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব উর রহমান, জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আমিন হোসেন কামাল, বাপসনিউজ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।


অনুষ্ঠানের একপর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রিয় সংগীতশিল্পী রোজী আজাদ সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। পাশাপাশি অতিথিরা উপভোগ করেন মুখরোচক নৈশভোজ ও নানা রকম ঐতিহ্যবাহী পিঠা, যা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।
অনুষ্ঠানের শেষপর্বে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সূত্র : হাকিকুল ইসলাম খোকন