নাইচা এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের হলিডে ও ফ্যামিলি নাইট: জ্যামাইকায় প্রবাসে জমজমাট বাঙালি সংস্কৃতির মিলনমেলা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশি-আমেরিকান নাইচা এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৩ ডিসেম্বর শনিবার নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি হলে এক বর্ণাঢ্য হলিডে ও ফ্যামিলি নাইট উদযাপিত হয়েছে। সংগঠনের কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনসহ প্রায় তিন শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রবাসে এক আনন্দঘন বাঙালি সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অংশগ্রহণকারীরা গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।
নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও একক অভিনয়ের ধারাবাহিক পরিবেশনায় পুরো হলজুড়ে তৈরি হয় উৎসবমুখর আবহ। এর সঙ্গে পরিবেশিত হয় হরেক রকমের ঐতিহ্যবাহী সুস্বাদু বাঙালি খাবার। অনেকের কাছেই মনে হয়েছে, প্রবাসের মাটিতে যেন ক্ষণিকের জন্য গড়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ।
উদযাপন কমিটির আহ্বায়ক কামাল হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সুব্রত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আনিসুর রহমান এবং গীতা পাঠ করেন বিধান চন্দ্র পাল। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয়। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের মূল পর্বে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক কামাল হোসেন মিঠু। এ সময় নাইচা হাউজিং বিভাগের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মিজানুর রহমান, রাশেদ মামুন, শেখ শহিদ, এটিএম হক প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল কাদের মিয়া, মইনুল ইসলাম, পরেশ সাহা ও জাহাঙ্গীর এইচ. মিয়া।
বক্তব্যপর্বের শেষে সংগঠনের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মীর মাহমুদ, মহসিন জামান, কাজী রাহেন, কামাল আহমেদ, শিরিন সামদানীসহ অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মীর মাহমুদ।
এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক পর্ব। নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সৃজা রায়। একক অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন আনিসুর রহমান। কবিতা আবৃত্তি করেন রাশেদ মামুন, ডালি আক্তার ও লুবানা ইসলাম। নিউইয়র্কের বিশিষ্ট ছড়াকার মঞ্জুর কাদের ছড়া পাঠ করেন। শিশু-কিশোরদের পক্ষ থেকে গান পরিবেশন করেন স্বপ্নীল তালুকদার।
হাউজিং কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন নাজ কামাল, আয়েশা সুলতানা, শামীম রেজা, বাপ্পী সোম ও জারিন মাইশা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে আমন্ত্রিত শিল্পী বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী রাত ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত একটানা গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
পরিশেষে নৈশভোজ পরিবেশন এবং স্বপ্নীল তালুকদারের জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উদযাপন কমিটির সদস্য সচিব নাজমুল ইসলাম। সূত্র: সুব্রত তালুকদার।

















