Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে সানাই পার্টি হলে জাঁকজমকপূর্ণ শারদ মেলা : নারী উদ্যোক্তা ও সংস্কৃতির প্রাণের উৎসব

নিউইয়র্কে সানাই পার্টি হলে জাঁকজমকপূর্ণ শারদ মেলা : নারী উদ্যোক্তা ও সংস্কৃতির প্রাণের উৎসব

নিউইয়র্কে সানাই পার্টি হলে জাঁকজমকপূর্ণ শারদ মেলা : নারী উদ্যোক্তা ও সংস্কৃতির প্রাণের উৎসব

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার নিউইয়র্কের জনপ্রিয় সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় সানাই শারদ মেলা ২০২৫। প্রবাসে নারী উদ্যোক্তাদের উৎসাহ, দেশীয় সংস্কৃতি ও আসন্ন শারদীয় দুর্গোৎসবের আবহ একত্রিত করে এই বিশেষ মেলার আয়োজন করে রমনীয়া ইউএসএ ইনক্।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক্তার শান্তা পাল। ষড়ঋতুর দেশের শরৎকে প্রবাসে ছড়িয়ে দিতে আয়োজকরা অতিথিদের বরণ করেন নারকেলের নাড়ু দিয়ে, যা মেলায় যোগ করে অনন্য বাঙালিয়ানার আবহ।

দিনব্যাপী এ আয়োজনে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন বিশ্বাসসহ অন্যান্য শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন উৎপল চৌধুরী, ডালিয়া চৌধুরী ও অসীম সাহা।

দীর্ঘ ১১ ঘণ্টা (দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত) চলা এই উৎসবে নারী উদ্যোক্তারা প্রদর্শন করেন নিজেদের নানান সৃষ্টি—শাড়ি, গয়না, দেশীয় শিল্পকর্ম থেকে শুরু করে বিভিন্ন দেশীয় খাদ্যপণ্য। দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে প্রতিটি স্টলে।

মেলার শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলের কর্ণধার রন্জিত দে ও নন্দিতা দে, গোপাল সাহা প্রমুখ। বক্তারা প্রবাসে নারীদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার এই উদ্যোগকে বিশেষভাবে প্রশংসা করেন।

বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ডালিয়া চৌধুরীর নেতৃত্বে রমনীয়া ইউএসএ ইনক্ এই মেলার মাধ্যমে নারী উদ্যোক্তাদের এক মিলনমেলা গড়ে তুলেছে, যা ধীরে ধীরে প্রবাসী সমাজে নারী নেতৃত্ব ও সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্রে পরিণত হচ্ছে।