নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হতে যাচ্ছে, ব্যতিক্রমী আয়োজনের প্রত্যাশা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্য উদযাপন উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ আয়োজন বাংলাদেশ ডে প্যারেড আগামী ১৩ এপ্রিল, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য প্যারেড হবে কুইন্সের জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউতে, ৬৯ স্ট্রিট থেকে ৮৬ স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে।
প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি প্যারেডটির আয়োজন করছে, যেখানে সহযোগিতায় রয়েছে হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস।
বাংলাদেশ ডে প্যারেডের অন্যতম আয়োজক ফাহাদ সোলায়মান জানান, এবারের প্যারেডে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের মূলধারার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশের খ্যাতিমান তারকারা, যা আয়োজনটিকে আরও আলোকিত করে তুলবে।
প্যারেডে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে যেসব বাংলাদেশি সেলিব্রেটিরা যুক্ত হয়েছেন, তাদের মধ্যে আছেন—অপূর্ব, নওশীন মৌ, দেবাশীষ বিশ্বাস, রিচি সোলায়মান, প্রতীক হাসান, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, নোভা ফিরোজ, কাজী মারুফ ও নাদিয়া আহমেদ।
এছাড়া নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের উপস্থিতিও থাকবে, যা প্যারেডকে দেবে এক অনন্য মাত্রা।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ২৫টি সংগঠন প্যারেডে অংশ নিতে নিবন্ধন সম্পন্ন করেছে এবং আরও বহু সংগঠন আগ্রহ প্রকাশ করেছে। প্রতিটি সংগঠনের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার।
সাংবাদিকদের মাধ্যমে আয়োজকবৃন্দ সবাইকে ১৩ এপ্রিল প্যারেডে অংশ নিয়ে এই ঐতিহাসিক আয়োজনকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।

















