
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ
কবিতা: বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ
✍️ নয়ন বিশ্বাস রকি
বঙ্গবন্ধু মানেই স্বপ্ন জাগে,
স্বাধীনতার আলো লাগে।
জাতির পিতা, বাংলার বীর,
বিশ্ব করেছে যাকে সম্মান সমীর।
গোপালগঞ্জে জন্ম তাঁর,
টুঙ্গিপাড়ায় শৈশব পার।
ছিলেন চঞ্চল, স্বপনচারী,
দেশের তরে চিন্তা ভরি।
সংগ্রাম করে, ত্যাগের বিনিময়,
বাংলাদেশ দিলেন স্বাধীন পরিচয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
দেখালেন বিশ্বে বীরের কাহিনি।
চব্বিশ বছরের শৃঙ্খল ভাঙি,
তুললেন জাতিকে মুক্তির রাঙি।
সবার হৃদয়ে তুমি প্রিয়,
বাঙালির প্রাণ, মুজিবীয়।
তুমি জাগালে জাতির সত্তা,
শিখালে ভাষার মাতৃমমতা।
একত্র করিলে বীর সন্তান,
শিখালে মুক্তির মহা প্রমাণ।
গ্রাম থেকে শহর, গেরিলা ডাক,
দেশের আকাশে বিজয়ের ফাঁক।
স্বাধীন হলো মাটি, স্বাধীন হলো প্রাণ,
তাইতো বাঙালি গায় তোমার গান।
বঙ্গবন্ধু তুমি চির অমলিন,
তোমার আদর্শ হৃদয়ে বাঁধিন।
তাই আজও বাংলার মাটি,
গেয়ে চলে মুজিবের কথা খাঁটি।