Logo

ক্যাম্পাস    >>   সাংস্কৃতিক দম্পতি লিটন ও শিলার পুত্র আসির জারিফের ৮ম গ্রেড গ্র্যাজুয়েশন সম্পন্ন

সাংস্কৃতিক দম্পতি লিটন ও শিলার পুত্র আসির জারিফের ৮ম গ্রেড গ্র্যাজুয়েশন সম্পন্ন

সাংস্কৃতিক দম্পতি লিটন ও শিলার পুত্র আসির জারিফের ৮ম গ্রেড গ্র্যাজুয়েশন সম্পন্ন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত এক আনন্দঘন আয়োজনে সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং তসলিমা আক্তার শিলা দম্পতির কনিষ্ঠ পুত্র আসির জারিফ ৮ম গ্রেড সফলতার সঙ্গে সম্পন্ন করেছে।

গত ২০ জুন, শুক্রবার আসির জারিফ ম্যানহাটনের পিএস-৬৪ স্কুল থেকে ৮ম গ্রেড শেষ করে আগামী শিক্ষাবর্ষে ৯ম গ্রেডে উত্তীর্ণ হচ্ছে। জানা যায়, পরিবার, শিক্ষক ও বন্ধুদের মাঝে ছিল আনন্দ-উৎসব ও গর্বের আবহ।

     জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং তসলিমা আক্তার শিলা দম্পতির কনিষ্ঠ পুত্র আসির জারিফ

শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছানোর জন্য সন্তানের প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করে সাংস্কৃতিক দম্পতি লিটন ও শিলা বলেন, “আসির যেন একজন সৎ, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে— সেই আশায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

উল্লেখ্য, হাজী আনোয়ার হোসেন লিটন ও তসলিমা আক্তার শিলা প্রবাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত। তাদের পুত্র আসির জারিফও ছোটবেলা থেকেই সৃজনশীল ও নানাবিধ সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আসছে।