
ভালো ছাত্র মানে শুধু নম্বর নয়—প্রীতিলতা তার প্রমাণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যারা আজ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছো, একবার ভাবো—তোমার মতই এক মেয়ে ছিল, নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। ইতিহাসে তাঁর পরিচয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে, কিন্তু তাঁর ছাত্রজীবনও ছিল অনন্য। এন্ট্রান্স (মাধ্যমিক) পরীক্ষায় তিনি উজ্জ্বল ফল করেছিলেন। উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম এবং সকলের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছিলেন। পেয়েছিলেন ৮০ টাকার সম্মানজনক বৃত্তি।
তিনি বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন, কিন্তু স্বাধীনচেতা এবং বিপ্লবী মননের কারণে তখনকার ঔপনিবেশিক প্রশাসনের নির্দেশে তাঁকে সার্টিফিকেট বা প্রশংসাপত্র দেওয়া হয়নি। সেই অন্যায়ের প্রতিকার ঘটেছে দীর্ঘ ৮০ বছর পর, যখন বেথুন কলেজ তাঁর সেই ন্যায্য ডিগ্রিটি প্রদান করে, মৃত্যুর বহু পরে।
প্রীতিলতা শুধু ভালো ছাত্রী ছিলেন না, ছিলেন আদর্শ ও আত্মত্যাগের জীবন্ত প্রতীক। বাঁশি বাজাতে পারতেন, জানতেন লাঠি-ছোরা চালাতে, নেতৃত্ব দিতে। তিনি শিক্ষকতা শুরু করেছিলেন নিজের জেলায় ফিরে গিয়ে। কিন্তু তা স্থায়ী হয়নি, কারণ তিনি যে অন্য মাটির মানুষ।
এক রাতে ঘর থেকে বেরিয়ে গেলেন বলে দিয়েছিলেন—পড়াতে যাচ্ছেন। আসলে বাড়িতে থাকলে ব্রিটিশ পুলিশের এনকাউন্টারে প্রাণ দিতে হতো। তিনি বেঁচে গিয়েছিলেন পানাপুকুরে সাঁতরে গুরুর সঙ্গে পালিয়ে, যেখানে তাঁর দলের অন্যরা শহীদ হন। পরে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে সফল আক্রমণের নেতৃত্ব দেন। ধরা না পড়ার জন্য নিজের কাছে রাখা পটাশিয়াম সায়ানাইড ক্যাপসুল মুখে পুরে আত্মহত্যা করেন।
তাঁর সহযোদ্ধা কল্পনা দত্ত একবার বলেছিলেন, প্রীতি নিরীহ পাখি মারতেও দ্বিধা করত, কিন্তু স্বাধীনতার জন্য প্রান দিতে কিংবা নিতে—সর্বদা প্রস্তুত ছিল।
অজ্ঞাতবাস থেকে মা’কে লিখেছিলেন—
দেশের জন্য অনেক ছেলে প্রাণ দিয়েছে, কিন্তু এখনো কোনো কন্যা শহীদ হয়নি। সেই অনুপ্রেরণা দিতে আমি প্রাণ দিচ্ছি।
আজ যারা ভালো ফল করেছো, তোমাদের একটুখানি থেমে ভাবা উচিত—ভালো ছাত্র হওয়ার মানে কি শুধুই নিজের ক্যারিয়ার, চাকরি, প্যাকেজ আর নিরাপত্তা? না কি তার চেয়েও কিছু বড় দায়িত্ব থাকে এক “ভালো ছাত্রের”?
ভালো ছাত্রের দৃষ্টি হওয়া উচিত প্রসারিত, দায়িত্ব হওয়া উচিত বৃহত্তর সমাজের প্রতি। যে সমাজে এখনো অনেকে বই কিনতে পারে না, যেখানে চিকিৎসা সবার জন্য সহজ নয়, যেখানে কিছু মানুষ অনাহারে দিন কাটায়—তাদের পাশে দাঁড়ানো, তাদের কণ্ঠ হওয়া, সেই দায়িত্বও একজন প্রকৃত ভালো ছাত্রের।
আজ প্রীতিলতার স্মৃতির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো তোমাদের জানানো খুব জরুরি।
তথ্যসূত্র : ড. বাহাউদ্দিন গোলাপের ফেসবুক পেইজ ।
সম্পাদনা: প্রজ্ঞা নিউজ ডেস্ক