কবিতা: আজ নববর্ষে নবহর্ষে –মোহাম্মদ আব্দুল আজিজ
কবিতা: আজ নববর্ষে নবহর্ষে
মোহাম্মদ আব্দুল আজিজ
আজ নববর্ষে নবহর্ষে
করি এই আহ্বান,
এসো সব ভুলে প্রাণ খুলে
গাহি সাম্যের গান।।
যে গান সুখ দিবে
সব ব্যথা মুছে দিবে
সব মানুষ অনুভবে
ভাই ভাই হয়ে রবে
ভুলে সব ব্যবধান।-ঐ
যে গান কুমারের মজুরের
পুরোহিত আর হুজুরের
কৃষিজীবী শ্রমিকের
ধনী আর গরিবের
দিবে ঐক্য দান।-ঐ
আর নয় হানাহানি
হাত ধরে টানাটানি
মোরা ধন আর জনে নই
ধর্ম আর কর্মে নই
মানুষ হিসাবে আমরা সবাই সমান।-ঐ


















