Logo

সাহিত্য সংস্কৃতি    >>   স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম রূপকার সিরাজুল আলম খানের ৮৫তম জন্মদিন পালনে আহবান জেএসএফ”র

স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম রূপকার সিরাজুল আলম খানের ৮৫তম জন্মদিন পালনে আহবান জেএসএফ”র

স্বাধীনতা সংগ্রামের অন‍্যতম রূপকার সিরাজুল আলম খানের ৮৫তম জন্মদিন পালনে আহবান জেএসএফ”র

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা ষাট ও সত্তরের দশকের ছাত্র রাজনীতির মহানায়ক সিরাজুল আলম খানের রাজনৈতিক ভাবনার নতুন দিক উন্মোচন করেছেন তার আদর্শে দিক্ষিত  অনুসারী  জেএসএফ”র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন । তিনি বলেছেন, সিরাজুল আলম খান দাদা ভাই তার জীবনকে উৎসর্গ করেন জাতির জন্য। তিনি কোনো রাজনৈতিক নেতার বক্তৃতা শুনে নিজের গন্তব্য নির্ধারণ করেননি। তিনি ছিলেন প্রচলিত ধারার বাইরের মানুষ। তিনি যেখান থেকে বাংলাদেশকে দেখতেন, যে দৃষ্টিভঙ্গি থেকে মানুষের ভবিষ্যৎ বিশ্লেষণ করতেন তা প্রচলিত রাজনৈতিক দলনেতাদের সঙ্গে মিলবে না। রাজনৈতিক নেতারা যে প্রেক্ষিতে দল গড়ে তুলে রাজনৈতিক সুবিধা ও  ক্ষমতা ভোগ করে এগুলোর কোনোকিছুই সিরাজুল আলম খানকে ছুঁতে পারেনি। রাষ্ট্র জন্ম দেয়ার পরক্ষণেই আমরা দেখেছি রাজনৈতিক দলকে দলপ্রধানের ব্যক্তিগত হাতিয়ার বানানোর প্রক্রিয়া। এই সত্য সিরাজুল আলম খান উন্মোচন করে গেছেন।খবর আইবিএননিউজ ।

ছবিতে মাঝে সিরাজুল আলম খান,বামে সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও ডানে হাজী আনোয়ার হোসেন লিটন ।

বাংলাদেশের মুক্তিসংগ্রামের  অন‍্যতম  রূপকার সিরাজুল আলম খানের ৮৫তম  জন্মদিন পালন করার আহবান জানিয়েছেন জেএসএফ”র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন ।বুধবার,৭ জানুয়ারি ২০২৬, ষাট ও সত্তরের দশকের শীর্ষস্থানীয় ছাত্রনেতার জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে এ পালিত  হবে ।তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ সিরাজুল আলম খান এর জন্ম দিন পালনের জন‍্য বিশেষ অনুরোধ জানিয়েছেন । সূত্র: হাকিকুল ইসলাম খোকন