Logo

রাজনীতি    >>   বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন পেলেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন পেলেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন পেলেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে (Central Election Steering Committee–CESC) মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বিষয়টি নিশ্চিত করে আইবিএন নিউজকে জানিয়েছেন সাংবাদিক মোঃ নাসির।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কার্যক্রমকে সুষ্ঠু, সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ, পরীক্ষিত ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন।
সেলিমা রহমান বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে সুপরিচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। দলীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে তাঁর মনোনয়নের খবরে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, সেলিমা রহমানের মতো ত্যাগী নেতার নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি আরও কার্যকর ও গতিশীল হবে।
দলীয়ভাবে সকলকে এই কমিটির কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।সূত্র : হাকিকুল ইসলাম খোকন