Logo

আন্তর্জাতিক    >>   আজ মাস্টার দা সূর্যসেনের প্রয়াণ দিবস: বিপ্লবী আত্মত্যাগের অনন্য প্রতীক

আজ মাস্টার দা সূর্যসেনের প্রয়াণ দিবস: বিপ্লবী আত্মত্যাগের অনন্য প্রতীক

আজ মাস্টার দা সূর্যসেনের প্রয়াণ দিবস: বিপ্লবী আত্মত্যাগের অনন্য প্রতীক

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
গত  ১২ জানুয়ারি—উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী নেতা মাস্টার দা সূর্যসেনের প্রয়াণ দিবস। ১৯৩৪ সালের এই দিনে ব্রিটিশ শাসকগোষ্ঠীর নির্মম নির্যাতনের শিকার হয়ে ফাঁসিতে ঝুলে শহীদ হন তিনি।
চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রধান সংগঠক ও নেতৃত্বদানকারী মাস্টার দা সূর্যসেন ১৯৩০ সালের ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন। তাঁর নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করা সূর্যসেন পেশায় ছিলেন একজন শিক্ষক। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও বিপ্লবী চেতনা জাগ্রত করায় তিনি সবার কাছে ‘মাস্টার দা’ নামে পরিচিত হন। স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ ও আত্মমর্যাদার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেন।
প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাস্টার দা সূর্যসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। তাঁর আত্মত্যাগ ও বিপ্লবী আদর্শ নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।