শ্রী উত্তম কুমার সাহা’র আজ শুভ জন্মদিন—বিপুল চন্দ্র রায়
শ্রী উত্তম কুমার সাহা’র আজ শুভ জন্মদিন
বিপুল চন্দ্র রায়
হৃদয় মাঝে অমলিন তুমি, চির অম্লান হাসি,
তোমার নামের দীপ্তিতে আজ জগৎ খুশি।
নামেতে তোমার আভিজাত্য, সাহা বংশের মান—
জন্মদিনে জানাই তোমায় বিনম্র সম্মান।
কর্মে তুমি দীপ্তিময়, গুণে সজাগ প্রাণ,
সবার তরে বিলিয়ে দাও স্নেহের সুধা-দান।
উত্তম যাঁর নাম আর হৃদয়ে যাঁর প্রীতি,
সবার মাঝে ছড়িয়ে দাও মধুর জীবন-রীতি।
সাহস আর সততা তোমার চলার পথের সাথী,
জ্বলুক জীবন জুড়ে চির আনন্দময় বাতি।
ব্যস্ত কাজের ভিড়েও হাসি থাকুক অমলিন,
গাইছি আজ আনন্দের গান— শুভ জন্মদিন!

















