Logo

ইউএসএ নিউজ    >>   প্রথমবারের মতো ব্রুকলিন ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা

প্রথমবারের মতো ব্রুকলিন ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা

প্রথমবারের মতো ব্রুকলিন ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা

প্রেস রিলিজ :

“ওঁ সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তু তে॥”

শুভ্র ভোরের স্নিগ্ধ আলো, সুর-তন্ত্রীর মধুময় কম্পন আর বসন্তের আগমনী ছোঁয়ায় বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর বন্দনায় মুখরিত হতে যাচ্ছে ব্রুকলিন। প্রবাসী তরুণদের উদ্যোগে গঠিত Brooklyn Youth Organization প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা।
আগামী শুক্রবার, ২৩ জানুয়ারি নিউ ইয়র্কের ব্রুকলিনের Jalsa Party Hall, ৭৮৬ কনি আইল্যান্ড এভিনিউ, ব্রুকলিন, NY 11218-এ এই পবিত্র পূজা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানানো হয়, এ পূজা অনুষ্ঠানে সঙ্গীত, শঙ্খধ্বনি, প্রদীপের আলো ও ভক্তিময় পরিবেশের সমন্বয়ে এক শুভ্র ও স্নিগ্ধ আবহ সৃষ্টি করা হবে। প্রবাসী শিক্ষার্থী, তরুণ সমাজ ও ভক্তবৃন্দ একত্রিত হয়ে দেবী সরস্বতীর চরণে প্রণতি নিবেদন করবেন।


Brooklyn Youth Organization-এর নেতৃবৃন্দ জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই প্রথমবারের মতো এই পূজার আয়োজন করা হয়েছে। তারা এ পবিত্র অনুষ্ঠানে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও কমিউনিটির সদস্যদের সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতা ও উপস্থিতিতে এই প্রথম আয়োজন স্মরণীয়, সার্থক ও ভক্তিময় হয়ে উঠবে।