নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল: মহান মুক্তিযুদ্ধের এই সূর্যসন্তানের আত্মত্যাগ ও মানবিক অবদান স্মরণে আবেগঘন আলোচনা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে ‘বন্ধু মহল’-এর আয়োজনে অনুষ্ঠিত এই স্মরণসভায় তাঁর বর্ণাঢ্য জীবনের নানা দিক, মহান মুক্তিযুদ্ধে অবদান এবং প্রবাসে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ ছিলেন একজন বন্ধুপ্রিয়, পরোপকারী ও সাদা মনের মানুষ। প্রবাসে অবস্থান করেও তিনি দেশের মানুষের কল্যাণ ও জাতির ভবিষ্যৎ নিয়ে সর্বদা চিন্তিত ছিলেন। দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করতেন বলে বক্তারা স্মরণ করেন।
স্মরণসভায় শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সোলেয়মান আলী, মীর নিজামুল হক, এইচ এম ইকবাল, জীবন শফিক, হেলাল মাহমুদ, হাকিকুল ইসলাম খোকনসহ প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও বিশিষ্ট সংগঠক কাজল মাহমুদ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাহমুদ।
বক্তারা আরও বলেন, নিরব ও নিরহংকারী এই সমাজসেবক প্রবাসে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর ত্যাগ, আদর্শ ও মানবিক গুণাবলি প্রবাসী বাংলাদেশিরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


















