Logo

সাহিত্য সংস্কৃতি    >>   মোহাম্মদ আব্দুল আজিজ-এর একগুচ্ছ কবিতা

মোহাম্মদ আব্দুল আজিজ-এর একগুচ্ছ কবিতা

মোহাম্মদ আব্দুল আজিজ-এর একগুচ্ছ কবিতা

চলো এই সোনা সোনা রোদ দুপুর বেলায়

মোহাম্মদ আব্দুল আজিজ

 
চলো এই সোনা সোনা রোদ দুপুর বেলায়
ঐ ঝিকিমিকি বালুকাবেলায়
আজ দুজনে হাত ধরে হেঁটে হেঁটে যাই।
নয়তোবা সাগরের জলঘরে
চলো জলখেলি খেলা করে
জল তরঙ্গের সুরে সুরে কিছুটা সময় কাটাই।
 
দেখ সাথিরে সাথে নিয়ে মধু লগনে
ঐ গাঙচিল যায় উড়ে দূর গগনে
তাদের ভালোবাসার যেন আজ কোনো সীমা নাই।
দেখ সাগরের বুকে ঐ ঢেউ করে খেলা
নীলাকাশ নীলে উড়ে মেঘেদের ভেলা
আজ আকাশ নীল যেন সাগর নীলে খুঁজে পেল ঠাই।-ঐ
 
আজ মিষ্টি হাওয়া সুর ধরে কী যেন গায়
ফুলেদের সুরভিতে মন ভরে যায়
সেখানে ঘাসফুল বনফুলে এসো ঘুরে বেড়াই।
আজ মন চায় প্রাণ খুলে গেতে কোনো গান
সে গানের সুর হবে পাখিদের তান
চলো আজ দু’জনে গান গেয়ে সুদূরে হারাই।-ঐ
 
 
আজ রিমঝিম ঝিম রিমঝিম ঘন বরষায়
মোহাম্মদ আব্দুল আজিজ
 
আজ রিমঝিম ঝিম রিমঝিম ঘন বরষায়
সুর ধরে দিনভর শুধু গান গায়।
ঠিক এ সময় মন শুধু তোমাকেই চায়
আর ভালোবাসার সবটুকু সুখ পেতে চায়।  
 
বিষ্টির জলধারা যেন নদী বহে যায়
পিপীলিকা ভেসে চলে পাতার খেয়ায়
টুপটাপ ঝরে বিষ্টি গাছের পাতায়
নেচে নেয়ে তারা যেন সুখ ফিরে পায়
ঠিক এ সময় মন শুধু তোমাকেই চায়।-ঐ
 
মেঘমালা পাল তুলে সুদূরে মিলায়
রংধনু হেসে ওঠে দূর নীলিমায়
নদীতে জল ভরে আজ কানায় কানায়
কপোতি মুখ ঢাকে কপোতের ডানায়  
ঠিক এ সময় মন শুধু তোমাকেই চায়।-ঐ
 
 
আজ ভোর হয়েছে
মোহাম্মদ আব্দুল আজিজ
 
আজ ভোর হয়েছে
পাখির গানের সুরে সুরে
তাই সে সুখে ফুল হাসে ঐ একটু দূরে।
 
পুব গগনে সূর্য ওঠে
বিশ্বটা দেয় আলোয় ভরে
ঝলমলিয়ে রোদ এসে সব উজল করে।
ভোমরার গুঞ্জরণে
ফুলগুলো যেন লাজে মরে
ভোরের পাখি পাখনা মেলে কোন সুদূরে?-ঐ
 
সকালের নিত্যকাজ
শুরু হয় সব নিয়ম করে
পৃথীবির নতুন ভোরের লাগাম ধরে।
নদীর ধারা বহে চলে
দূর পহাড়ে ঝরনা ঝরে
আবার চলা বলায় ছন্দ বুঝি এল ঘুরে।-ঐ
 
 
আমি দূরে ছিলাম, ভালোই ছিলাম
মোহাম্মদ আব্দুল আজিজ
 
আমি দূরে ছিলাম, ভালোই ছিলাম
কখনো ভাবিনি পর,
ওগো কাছে আসতেই ভালোবাসতেই
আমি হয়ে গেলাম পর।
 
তুমি সামনে এসে কেন লাজুক হেসে
নিজেরে আড়াল রাখো?
তুমি কথায় কথায় কী ব্যথায় বলো
আঁচলে মুখটি ঢাকো?
তোমার রাঙা ঠোঁটে ফোটে ফোটে
তবু কথা কেন ফোটেনা?
তোমার চলার ছন্দে মধু গন্ধে কেন
বাতাসে সুর ওঠে না?
তোমার ছলাকলার ষোলকলার যেন
শেষ হয় না প্রহর।-ঐ
 
তোমার দীঘল চুলে কোনো ফুলে
আজ বাঁধোনি কেন খোঁপা?
আজ অভিসারে কেন চুপিসারে ওগো
রাঙ্গেনি তোমার দু’পা?
তোমার রিনিঝিনি কিনিকিনি কেন
বাজেনা কাঁকন হাতে?
তোমার ভাবটা হেন লাগছে যেন
কভু দেখা হয়নি দু’জনাতে।
সকাল পেরিয়ে দুপুর শুনতে নূপুর যে আর
পারিনা সহিতে তর।-ঐ
মোহাম্মদ আব্দুল আজিজ, বাফেলো, নিউ ইয়র্ক