বীণাপাণি সংঘ, ইউএসএ-এর উদ্যোগে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আসছে ২৫শে জানুয়ারি ২০২৬ইং (রবিবার) নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বীণাপাণি সংঘ, ইউএসএ-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী সরস্বতী পূজা। প্রতিবারের ন্যায় এবারও বিদ্যা ও সঙ্গীতের দেবীর আরাধনায় মেতে উঠবেন প্রবাসী বাঙালিরা।
পূজা মণ্ডপ সেজে উঠবে ৩৭-১১ ৫৭ স্ট্রিটে। দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে পূজার কার্যক্রম। আয়োজকরা জানিয়েছেন, সকলে মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলী অর্পন করার জন্য ভক্তবৃন্দদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।
পূজা আয়োজনের পাশাপাশি সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। উপমহাদেশের স্বনামধন্য শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় মুখরিত হবে কুইন্স প্যালেস। নৃত্য পরিচালনায় থাকছেন অনুপ ড্যান্স একাডেমি নিউইয়র্ক, কৃষ্ণা তিথী, সবিতা দাস, মিলন রায় ও তমা চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন সৌরভ নাথ।
অনুষ্ঠানে বিনয়াবনতঃ উপস্থিত থাকবেন বীণাপাণি সংঘের সভাপতি শ্রী হিমান রায়, কোষাধ্যক্ষ শ্রী রঘু নাথ এবং সাধারণ সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ সাহা। প্রচারের দায়িত্বে রয়েছেন প্রচার সম্পাদক নিখিল ভৌমিক।
এই পূণ্য তিথিতে উপস্থিত থেকে মায়ের আশীর্বাদ গ্রহণ করার জন্য ভক্তবৃন্দদের আমন্ত্রণ জানানো হয়েছে।


















