পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের শপথ ইতিহাস গড়লেন মুসলিম নারী নেতৃত্ব
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন টাউনশিপ ও বরোর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিরা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ৫ জানুয়ারি ২০২৬ সোমবার, আপার ডারবি টাউনশিপের কোষাধ্যক্ষ (Treasurer) হিসেবে শপথ নেন সাইদুজ্জামান ড্যানি। একই দিনে আপার ডারবি টাউনশিপের ৭ম ডিস্ট্রিক্টের কাউন্সিলওম্যান হিসেবে শপথ গ্রহণ করেন সায়মা দিশা।
এদিনই হ্যাটফিল্ড টাউনশিপের ওয়ার্ড–৩-এর কমিশনার হিসেবে শপথ নেন শহিদুল পার্থ এবং হ্যাটফিল্ড বরোর কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দা হক। পরবর্তীতে কমিশনারদের ভোটে শহিদুল পার্থ বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও ল্যান্সডেল বরো কাউন্সিল সদস্য হিসেবে শপথ নেন রাফিয়া রাজ্জাক। শপথ গ্রহণের পর কমিশনারদের ভোটে তাকেও বোর্ড অব কমিশনার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সকল বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি পবিত্র কোরআন হাতে নিয়ে দায়িত্ব গ্রহণ করেন, যা উপস্থিত কমিউনিটির মধ্যে বিশেষ আবেগ ও গর্বের সৃষ্টি করে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আপার ডারবি, হ্যাটফিল্ড ও ল্যান্সডেল বরোতে তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রথমবারের মতো মুসলিম আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণ করলেন—যা প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির রাজনৈতিক অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত।
নবনির্বাচিত প্রতিনিধিরা তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, তাঁরা দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তাঁরা এই অর্জনের জন্য কমিউনিটির সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পেনসিলভেনিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূতদের এই সাফল্য প্রবাসে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সূত্র : হাকিকুল ইসলাম খোকন ।


















