Logo

ইউএসএ নিউজ    >>   শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজের উদ্যোগে

শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজের উদ্যোগে

শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজের উদ্যোগে

প্রেস রিলিজ :
বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর পবিত্র আশীর্বাদ কামনায় নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজের উদ্যোগে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার, ২৩ জানুয়ারি এই ধর্মীয় অনুষ্ঠানটি নিউ ইয়র্কের গোল্ডেন ইয়ার্স কমিউনিটি সেন্টার, ২৫৮-২০ হিলসাইড এভিনিউতে আয়োজিত হবে।
আয়োজক সূত্রে জানানো হয়, বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলমান এই পূজা অনুষ্ঠানে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রসাদ বিতরণসহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হবে। ভক্তিময় পরিবেশে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একত্রিত হয়ে মা সরস্বতীর চরণে প্রণতি নিবেদন করবেন।
নিউ ইয়র্ক হিন্দু হেরিটেজের নেতৃবৃন্দ জানান, প্রবাসে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হয়ে থাকে। তারা এ পবিত্র অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় হিন্দু সম্প্রদায়সহ সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের সশরীরে উপস্থিত থাকার আহ্বান জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের অংশগ্রহণে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠানটি আরও সুন্দর, সার্থক ও আনন্দময় হয়ে উঠবে।