Logo

ইউএসএ নিউজ    >>   প্রবাসে বাঙালিয়ানার মিলনমেলা: নওয়াবগঞ্জ উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর আয়োজনে নিউইয়র্কে বর্ণাঢ্য নিউ ইয়ার লাইভ কনসার্ট ও পিঠা–ভর্তা উৎসব ২০২৬

প্রবাসে বাঙালিয়ানার মিলনমেলা: নওয়াবগঞ্জ উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর আয়োজনে নিউইয়র্কে বর্ণাঢ্য নিউ ইয়ার লাইভ কনসার্ট ও পিঠা–ভর্তা উৎসব ২০২৬

প্রবাসে বাঙালিয়ানার মিলনমেলা: নওয়াবগঞ্জ উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর আয়োজনে নিউইয়র্কে বর্ণাঢ্য নিউ ইয়ার লাইভ কনসার্ট ও পিঠা–ভর্তা উৎসব ২০২৬

প্রজ্ঞা নিউজ ডেস্ক: 
প্রবাসে থেকেও শেকড়ের টানে বাঙালিয়ানার উষ্ণ ছোঁয়ায় মুখর হয়ে উঠেছিল নিউইয়র্ক। নওয়াবগঞ্জ  উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর উদ্যোগে গত ১০ জানুয়ারি ২০২৬, শনিবার নিউইয়র্কের উডসাইডের কুইনস প্যালেসে বিপুল সংখ্যক সদস্য ও অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় “Happy New Year Live Concert & Pitha–Vorta Utshob 2026”। আনন্দ, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে এ আয়োজন রূপ নেয় এক স্মরণীয় উৎসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম এন হায়দার মুকুট। উপস্থাপনায় ছিলেন আসাদ জামান ও লাসমি তাজরিন। সভাপতির বক্তব্যে গোলাম এন হায়দার মুকুট বলেন, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝে শেকড়ের ইতিহাস ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরই। এ ধরনের আয়োজন নওয়াবগঞ্জ উপজেলার মানুষের ঐক্য ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করে।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাম মর্তুজা, মাননীয় প্রেস মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, যুক্তরাষ্ট্র। তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসে আয়োজিত সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসবগুলো বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের উদ্বোধক ও সম্মানিত অতিথি মুহাম্মদ মোজাম্মেল হক, কনসাল জেনারেল, বাংলাদেশ কনসুলেট অফিস, নিউইয়র্ক তাঁর বক্তব্যে প্রবাসী সংগঠনগুলোর এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে।
গেস্ট অব অনার দুলাল বেহেদো, সভাপতি, ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক তাঁর বক্তব্যে নওয়াবগঞ্জ  উপজেলা এসোসিয়েশনের সাংগঠনিক শক্তি ও ধারাবাহিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যালডেন ফস্টার, Assistant Commissioner, Community Affairs Bureau (Acting), NYPD এবং ভিক্টোরিয়া সি. পেরি, Deputy Chief ও Commanding Officer, Community Affairs Bureau, NYPD। তাঁরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটির ভূমিকার প্রশংসা করেন।
এছাড়া সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি মইন চৌধুরী, ইস্কোয়ার, District Leader at Large, Democratic Party, Queens County; ডেভিড এল. ওয়েপরিন, অ্যাসেম্বলিম্যান, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–২৪ এবং স্টিভেন ব্রাগা, অ্যাসেম্বলিম্যান, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৩০। তাঁরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাংগঠনিক ঐক্য ও সংস্কৃতিচর্চার প্রশংসা করে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি আতাউর রহমান সেলিম (এস. এম. এ. রহমান) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তাঁরা বলেন, প্রবাসে এ ধরনের উৎসব কেবল আনন্দের নয়, বরং সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
আলোচনাপর্ব শেষে অতিথিদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা ও নিউ ইয়ার লাইভ কনসার্ট। অনুষ্ঠানে নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠা, ভর্তা ও রাতের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি ও রুচিকে বিশেষভাবে আকর্ষণ করে।
সব মিলিয়ে, নওয়াবগঞ্জ উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর এই আয়োজন প্রবাসে নওয়াবগঞ্জ বাসীর এক মহামিলনমেলায় রূপ নেয়—যেখানে আনন্দ, ঐতিহ্য ও বাঙালিয়ানার বন্ধন আরও দৃঢ় হয়ে ওঠে।