নারায়ণগঞ্জ জেলা সমিতির ২০২৬-২৭ মেয়াদের কমিটি গঠন: সভাপতি মোস্তফা জামাল টিটু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু পুনর্বহাল
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রবাসে বসবাসরত নারায়ণগঞ্জবাসীর ঐক্য ও সামাজিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে “নারায়ণগঞ্জ জেলা সমিতি”-র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় বিদায়ী কমিটির সভাপতি মোস্তফা জামাল টিটু এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটুকে পুনরায় স্বপদে বহাল রাখা হয়। একই সঙ্গে বিগত কমিটির অধিকাংশ কর্মকর্তাও তাদের দায়িত্বে বহাল থাকছেন।
সংগঠনের অভিজ্ঞতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান। সভার সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন লেখক , কবি ,সাহিত্যিক ও পত্রিকার সম্পাদক দর্পণ কবীর, যিনি সংগঠনের সক্রিয় সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সভায় উপস্থিত সংগঠনের উপদেষ্টারা আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করেন।
সভায় বক্তারা বলেন, প্রবাসে নারায়ণগঞ্জবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও সুসংহত করতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ করে নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করা এবং প্রবাসী সমাজে নারায়ণগঞ্জ জেলার ভাবমূর্তি উজ্জ্বল করাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।
এদিকে সভায় আগামী দিনের কর্মসূচির অংশ হিসেবে জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি সংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিলটি নিউইয়র্কের উডসাইডে অবস্থিত গুলশান ট্যারেস মিলনায়তনে আয়োজন করা হবে। এতে নারায়ণগঞ্জবাসীসহ প্রবাসী কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।


















