Logo

ইউএসএ নিউজ    >>   আজ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা

আজ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা

আজ বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আজ বিশ্বের বিভিন্ন দেশে সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী মা সরস্বতীর আরাধনায় মন্দির, পূজামণ্ডপ ও উপাসনালয়গুলোতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শুধু বাংলাদেশ বা ভারতেই নয়, বিশ্বের যেসব দেশে সনাতনী হিন্দুরা বসবাস করেন, সেসব দেশেও যথাযোগ্য মর্যাদায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি ও ভারতীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বিভিন্ন মন্দির ও কমিউনিটি সেন্টারে সরস্বতী পূজার আয়োজন করা হয়। সেখানে শিশুদের হাতেখড়ি, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সাদা ও বাসন্তী রঙের পোশাকে শিক্ষার্থী ও ভক্তরা দেবীর চরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং জ্ঞান, প্রজ্ঞা ও সাফল্য কামনা করেন। শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর আয়োজনে সরস্বতী পূজা আজ ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি প্রবাসী সনাতনী সমাজের জন্য এক মিলনমেলায় পরিণত হয়েছে।

শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের বার্তা নিয়ে আজকের এই সরস্বতী পূজা বিশ্বজুড়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে।