Logo

রাজনীতি    >>   নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় রেখে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। এই কারণেই ভারত থেকে বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়। তবে আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।
এ অবস্থায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু সব দিক বিবেচনা করে নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন,
“ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের সিদ্ধান্ত। সেখানে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাস্তব ও গুরুতর শঙ্কা রয়েছে। এটি ক্রিকেটারদের অজানা কোনো বিষয় নয়। বৈঠকে তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে—কোন কোন কারণে বাংলাদেশ এই সিদ্ধান্তে এসেছে।”
তিনি আরও বলেন,
“স্বাভাবিকভাবেই আমরা সবাই চেয়েছি বিশ্বকাপে অংশ নিতে। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, তাতে কোনো পরিবর্তন আসেনি। এই আশঙ্কা কোনো অনুমান বা বায়বীয় বিশ্লেষণ নয়; বরং একটি বাস্তব ঘটনার প্রেক্ষিতেই আমাদের এই অবস্থান।”
বাংলাদেশের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। সূত্র: সন্ধান