শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লন্ডনে প্রদীপপ্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও ছান্দসিকের যৌথ আয়োজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
১৪ ডিসেম্বর বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে লন্ডনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য এবং আবৃত্তি সংগঠন ছান্দসিক-এর যৌথ উদ্যোগে প্রদীপ প্রজ্বলন ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল রাজ-এর সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়। সভাপতির স্বাগত বক্তব্যে সৈয়দ এনাম ইসলাম বলেন, বাংলাদেশ আজ যে দুর্বিষহ সময় অতিক্রম করছে, তার পেছনে কেবল রাজনৈতিক কারণই নয়—১৯৭১ সালে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে একটি মেধাশূন্য প্রজন্ম তৈরি করা হয়েছিল। এরই ফলশ্রুতিতে স্বাধীনতার ৫৪ বছর পর এসে একটি প্রজন্ম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি বলেন, ১৯৭১-এর পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, আর এদের সম্মিলিতভাবে প্রতিহত করা আজ সময়ের দাবি। এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বাবলু, সংগঠনের উপদেষ্টা হরমুজ আলী, কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি ও সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সহসভাপতি নীলুফা ইয়াসমিন হাসান, কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, হৃদয়ে ৭১-এর সাধারণ সম্পাদক আলীমুজ্জামান, অনলাইন অ্যাক্টিভিস্ট সুশান্ত দাশ গুপ্ত, নারী নেত্রী নাজনীন সুলতানা শিখা এবং কাউন্সিলর অজন্তা দেব রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে এসে আমাদের আবারও মুক্তিযুদ্ধের পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে—এটি জাতির জন্য চরম দুর্ভাগ্যের। যারা ১৯৭১ সালে বাংলাদেশ চায়নি, যারা গণহত্যা, নারী নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল, তারাই আজ আবার সংগঠিত হচ্ছে। তারা বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা কোনোভাবেই হারিয়ে যেতে পারে না এবং হারাতে দেওয়া যাবে না। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের খুনিদের ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা না যাওয়ায় আজ দেশ এই সংকটময় অবস্থায় এসে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ছান্দসিকের আয়োজনে ও বাচিক শিল্পী মুনিরা পারভীনের পরিচালনায় আবৃত্তি পরিবেশন করা হয়। আবৃত্তিতে অংশ নেন মুনিরা পারভীন, ঊর্মি মাজহার, স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব ও ধনঞ্জয় পাল।
সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সহসভাপতি জামাল আহমদ খান।

















