Logo

ইউএসএ নিউজ    >>   বাংলাদেশ “ল” সোসাইটি ইউএসএ, ইনক.–এর ২০২৬–২০২৭ নির্বাচন শুরু

বাংলাদেশ “ল” সোসাইটি ইউএসএ, ইনক.–এর ২০২৬–২০২৭ নির্বাচন শুরু

বাংলাদেশ “ল” সোসাইটি ইউএসএ, ইনক.–এর ২০২৬–২০২৭ নির্বাচন শুরু

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় আজ শনিবার, ১৩ নভেম্বর ২০২৫, বাংলাদেশ “ল” সোসাইটি ইউএসএ, ইনক.–এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া এই নির্বাচন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩০৪ জন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে। নির্বাচনে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া অনলাইন ভোটিং ও সরাসরি ভোট—এই দুই পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনের মাধ্যমে ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হবে। এর মধ্যে ইতোমধ্যে ঘোষিত ও নির্বাচিত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক, প্রচার সম্পাদক এড জয় এবং কার্যকরী সদস্য রুবিনা মন্নান, সাব্বির এ মাসার, কাজী এম জুয়েল ও মো: হাসনাত কবির ফাহিম।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশগ্রহণ করছে। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছেন আরিফ এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রেদওয়ানা রাজ্জাক সেতু। অপর প্যানেলে সভাপতি পদে রয়েছেন ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন কামাল উদ্দিন। উভয় প্যানেলই সংগঠনের উন্নয়ন, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করার প্রতিশ্রুতি দিচ্ছে।

সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে বাংলাদেশ প্লাজা এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। কমিউনিটির আইনজীবী ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ “ল” সোসাইটি ইউএসএ, ইনক.–এর এই নির্বাচন সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব ও দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও নবনির্বাচিত নেতৃত্বের বিস্তারিত তথ্য পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।