Logo

আন্তর্জাতিক    >>   সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাই। স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য অশনিসংকেত।
ইউনুস প্রশাসনের সময়কালে এ ধরনের ঘটনা ঘটতে থাকলে তা রাষ্ট্রের জন্য শুভ বার্তা বহন করে না। ভিন্নমত দমন কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্যকে আড়াল করা যায় না। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
আমরা এই ঘটনার অবিলম্বে ব্যাখ্যা ও স্বচ্ছতা দাবি করছি এবং সকল গণতান্ত্রিক শক্তিকে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।