Logo

ইউএসএ নিউজ    >>   জাঁকজমক আয়োজনে Sumi’s Beauty Salon and Boutique-এর এক বছর পূর্তি উদযাপন

জাঁকজমক আয়োজনে Sumi’s Beauty Salon and Boutique-এর এক বছর পূর্তি উদযাপন

জাঁকজমক আয়োজনে Sumi’s Beauty Salon and Boutique-এর এক বছর পূর্তি উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে অবস্থিত Sumi’s Beauty Salon and Boutique-এর এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টোর প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটি শতাধিক অতিথি ও নিয়মিত কাস্টমারের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
এক বছর পূর্তি উপলক্ষে স্টোরজুড়ে ছিল বিগ বিগ ডিসকাউন্ট, যা ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ ও আনন্দের সৃষ্টি করে। অনুষ্ঠান চলাকালে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও কাস্টমারদের মাঝে আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।


প্রতিষ্ঠানের মালিক Sumi বলেন, সবার সহযোগিতা, ভালোবাসা ও আশীর্বাদের কারণেই আজ Sumi’s Beauty Salon and Boutique পরিচিতির পাশাপাশি সফলভাবে ব্যবসায়িক অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, “প্রিয় কাস্টমার ও শুভানুধ্যায়ী বন্ধুদের আন্তরিক সহযোগিতার জন্যই আমার এই প্রতিষ্ঠান আজ ভালোভাবে এগিয়ে চলছে।”
তিনি উপস্থিত সকল অতিথি, নিয়মিত কাস্টমার এবং অনলাইন পেজের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই এক বছর পূর্তি অনুষ্ঠান Sumi’s Beauty Salon and Boutique-এর অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।