কবিতা: মুক্তিযোদ্ধা—সুফিয়ান আহমদ চৌধুরী
মুক্তিযোদ্ধা
সুফিয়ান আহমদ চৌধুরী
মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা
অস্ত্র হাতে ধরে,
রণাঙ্গনে বীর বেশে
মুখোমুখি লড়ে।
ঘুম নেই দুই চোখে
যুদ্ধে দিন যায়,
মনে পড়ে বাবা মাকে
কষ্ট কী যে পায়।
খানা নেই ঠিক মতো
যুদ্ধে লড়ে কী যে,
দুখে ভরা মন আর
চোখ জলে ভিজে।
নয়মাস যুদ্ধ শেষে
বীর বেশে ফিরে,
ষোল ডিসেম্বর আসে
জয় নিয়ে নীড়ে।
হাসিখুশি হর্ষ মনে
রয় জয় সুখে,
পতাকার উড়াউড়ি
রাঙা আলো মুখে।
----------------------------------

















