Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কোথায় তুমি?–জেবুন্নেছা জোৎস্না

কোথায় তুমি?–জেবুন্নেছা জোৎস্না

কোথায় তুমি?–জেবুন্নেছা জোৎস্না

কোথায় তুমি?
জেবুন্নেছা জোৎস্না 
               
কোথায় তুমি, ও-হে বিধাতা? 
গেড়েছ কি আসন ভজনের স্তুতি’তে?
মসজিদ-মন্দিরের জপ, ধূঁপ-ধুনে-
ঝুলিয়ে পা, এঁটেছ কি বসে মধ্যবিত্তের গলাতে?

খুঁজছি তোমায় অখন্ডিত পৃথিবীর
খন্ডিত বিভাজনের  দ্বারে—
বিশ্বাসের বিন্যাসে, আপোষহীন ঈশ্বরাচিত্র
গ্রিনিচ রেখার আলোকিত তারে

অবিনশ্বর, সুললিত স্তবকের বিশেষণে-
শুনছ কি তুমি গাজার শিশুর কান্না?
দুঃখী দ্রাঘিমার ক্ষুধার আর্তনাদে 
সোমালিয়া- সিরিয়া’য় মানবতার অবমাননা?

নষ্ট পৌরুষের অহংকারী প্রপ্রাতে
আজ তুমিও কি সমঝোতায় দ্বিধান্বিত? 
অভিবাদিত সমকামীতা উলঙ্গ প্রজাতন্ত্রে,  
পূঁজি বাজারে রমরমা পুরোহিতের চক্রান্ত

ইতিহাসের নথিপত্র বলে কথা -
মানচিত্রে বারুদের গন্ধ; রক্তে বিশ্বাসঘাতকতা।
গো-মুত্র-মাংসের দ্বন্ধ হিন্দু -মুসলমানে-
আমার তো এখানে নয়তো থাকার কথা—
কোথায় তুমি, ও-হে বিধাতা!