Logo

ক্যাম্পাস    >>   এসএসসি ২০২৫-এ সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী নিবিড় কর্মকার, সফলতা অর্জন বাঁধন বিশ্বাস ও অঙ্কন মন্ডলের

এসএসসি ২০২৫-এ সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী নিবিড় কর্মকার, সফলতা অর্জন বাঁধন বিশ্বাস ও অঙ্কন মন্ডলের

এসএসসি ২০২৫-এ সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী নিবিড় কর্মকার, সফলতা অর্জন বাঁধন বিশ্বাস ও অঙ্কন মন্ডলের

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, আমেরিকা:

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে অসাধারণ সাফল্য অর্জন করেছেন নিবিড় কর্মকার। তিনি ১৩০০-এর মধ্যে সর্বমোট ১২৮৫ নম্বর পেয়ে অর্জন করেছেন জিপিএ-৫.০০।

জিবন কৃষ্ণ কর্মকার ও  রীতা রাণী রায়ের সন্তান নিবিড় চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। তার এই অনন্য অর্জনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, এবং পরিবারের অশেষ সহযোগিতা।

নিবিরের শিক্ষক ও সহপাঠীরা জানান, নিবিড় সবসময়ই মেধাবী, শান্ত ও মনোযোগী ছাত্র ছিলেন। ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বপ্ন দেখেন নিবিড়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দেশবাসীকে অনুপ্রাণিত করার জন্য তার এই কৃতিত্বকে অভিনন্দন জানাই।

                      নিবিড় কর্মকারের রেজাল্ট শীট

যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়ে অসাধারন ফলাফল অর্জন করেছে আরো দুই মেধাবী ছাত্র বাঁধন বিশ্বাস ও অঙ্কন মন্ডল।


আদর্শ শিক্ষা নিকেতন থেকে বিজ্ঞান বিভাগের ছাত্র বাঁধন বিশ্বাস ১৩০০ নম্বরের মধ্যে ১১৩০ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে। বিনয় বিশ্বাস এবং স্বপ্না বিশ্বাসের ৩য় সন্তান বাঁধন বিশ্বাস লেখাপড়ায় যেমন ভালো তেমনি আচার-আচরণ এবং শিষ্টাচারেও অতূলনীয়। বাঁধন বিশ্বাসের সাফল্যে তার পরিবারে খুশির বন্যা বইছে।

 

বাঁধন বিশ্বাসের রেজাল্ট শীট

এদিকে যশোর বোর্ডে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪.৫০ পয়েন্ট পেয়ে সফলতা অর্জন করেছে অঙ্কন মন্ডল। নীহার মন্ডল ও গৌরি চৌধুরীর সন্তান অঙ্কন মন্ডল পরীক্ষা দিয়েছে বোয়ালিয়া সেকেন্ডারি স্কুল থেকে।

এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল করে নিজের পরিবার ও এলাকাকে গর্বিত করেছে অঙ্কন মন্ডল। এই সাফল্যের পেছনে অন্যতম বড় অবদান রেখেছেন তার প্রিয় পিসিমনি অর্চনা মন্ডল, যিনি শুরু থেকেই অঙ্কনের পড়াশোনার দেখভাল, অনুপ্রেরণা ও মানসিক সহায়তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন।

অঙ্কনের প্রতিদিনের পড়াশোনা, রুটিন, এক্সট্রা ক্লাস এবং পরীক্ষার প্রস্তুতি—সব কিছুতেই তিনি ছায়ার মতো পাশে থেকেছেন। শুধু একজন অভিভাবক নন, অঙ্কনের শিক্ষিকা ও পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন তিনি।

অঙ্কনের পরিবার অঙ্কনের এই সাফল্যে অনেক খুশি। অঙ্কনের পরিবার অঙ্কনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আগামী দিনের পথ চলার জন্য অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও আশির্বাদ জানিয়েছে।

অঙ্কন মন্ডলের রেজাল্ট শীট

 

Nibir Karmakar Tops SSC 2025; Bandhon Biswas and Ankon Mondal Celebrate Remarkable Success

Progya News Desk | New York, USA:
In the 2025 Secondary School Certificate (SSC) examination, Nibir Karmakar has emerged as the top scorer from the Chattogram Board’s Science stream. Securing an impressive 1,285 out of 1,300 marks, Nibir achieved a perfect GPA of 5.00, making his school and family immensely proud.

Nibir Karmakar

The son of Jibon Krishna Karmakar and Rita Rani Roy, Nibir is a regular student at Nasirabad Government High School in Chattogram. His stellar academic performance is the result of unwavering dedication, self-discipline, and consistent support from his family.

Teachers and classmates describe Nibir as intelligent, calm, and focused. With dreams of making significant contributions to science and technology, he is seen as a rising star in Bangladesh’s academic landscape. His remarkable success serves as an inspiration to students nationwide.

 

Two other brilliant students from the Jessore Board have also achieved exceptional results: Bandhon Biswas and Ankon Mondal.

Bandhon Biswas, a Science student from Adarsha Shikkha Niketon, secured an impressive 1,130 out of 1,300 marks, earning a perfect GPA of 5.00 in the SSC exams.

Badhon Biswas

The third child of Binoy Biswas and Swapna Biswas, Bandhon is known not only for his academic excellence but also for his impeccable manners and admirable discipline. His outstanding performance has brought immense joy and pride to his entire family.

 

Meanwhile, Ankon Mondal, a Business Studies student from Boalia Secondary School under the Jessore Board, earned a commendable GPA of 4.50. The son of Niher Mondal and Gouri Chowdhury, Ankon’s success has drawn widespread admiration.

Ankon Mondal

Behind Ankon’s accomplishment is the unwavering support and mentorship of his beloved aunt, Archana Mondal. From daily study routines to exam preparations, Archana has stood by Ankon like a guardian angel—guiding, motivating, and nurturing him throughout his journey.

Ankon’s family expressed their heartfelt happiness and pride in his achievement, extending love, blessings, and best wishes for his bright future ahead.