নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার গ্র্যান্ড সামার ক্রুজ পার্টি!
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশি প্রবাসীদের প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক. এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমকালো অনুষ্ঠান “জালালাবাদ সামার ক্রুজ পার্টি ২০২৫” (JALALABAD SUMMER CRUISE Party) । এবারের আয়োজন হবে ১৪ জুলাই, সোমবার, নিউইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে (1 World’s Fair Marina, Flushing, NY 11368)।
সময়: বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত
বোর্ডিং শুরু: ৫:৩০ মিনিট
টিকিট মূল্য: মাত্র $60 প্রতি ব্যক্তি
এখানে থাকবে সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা, সুস্বাদু খাবার ও দারুণ সামাজিক যোগাযোগের সুযোগ। জনপ্রিয় উপস্থাপক ও কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে এবারের ইভেন্টটি প্রবাসীদের জন্য এক চমৎকার গ্রীষ্মকালীন আনন্দদায়ক স্মৃতি হতে যাচ্ছে।
অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন:
সভাপতি- মইনুল ইসলাম, সহ সভাপতি- শাহ মিজানুর রহমান (সিলেট), মোহাম্মদ মনির উদ্দিন (সুনামগঞ্জ), মিজানুর রহমান চৌধুরী (হবিগঞ্জ) ও মোহাম্মদ এ খায়ের (মৌলভীবাজার), সাধারণ সম্পাদক- আতাউল গণি আসাদ, সহ সাধারণ সম্পাদক- হেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ- ময়নু জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক- আব্দুল চৌধুরী (উমেল), সাদস্যিক সম্পাদক- মোহাম্মদ শাহীনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক- লায়েছ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- কামরুল হোসেন, ক্রীড়া সম্পাদক- আব্দুর রহিম কাদের, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- অধ্যক্ষ সিহাব উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক- তাসমিয়া চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক- জয়নাল উদ্দিন লায়েক এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ বেলাল চৌধুরী (সিলেট), বদরুল উদ্দিন (সিলেট), মোহাম্মদ শাহীন কামালী (সুনামগঞ্জ), সৈয়দ এল মিয়া (সুনামগঞ্জ), জামাল হোসেন (হবিগঞ্জ), দেওয়ান মোতাচ্ছির (হবিগঞ্জ), মোহাম্মদ মাসুক মিয়া (মৌলভীবাজার) ও মোহাম্মদ নাসির উদ্দিন (মৌলভীবাজার)।
আহ্বায়ক – বিলাল চৌধুরী যুগ্ন-আহ্বায়ক – হেলিম উদ্দীন অর্থ সম্পাদক - মনির উদ্দীন, সদস্য সচিব - ময়নুজামান চৌধুরী , যুগ্ম-সচিব - শেখ জামাল হোসেন, প্রধান সমন্বয়কারী - আব্দুল চৌধুরী উমেল,
উপ কমিটিতে আছেন:
অভ্যর্থনা চেয়ারম্যান - মিজানুর রহমান চৌধুরী (শেফাজ) ও মোহাম্মদ এ খায়ের, আপ্যায়ন কমিটি চেয়ারম্যান - শাহীন কামালী ও বদরুল উদ্দীন।
র্যাফেল ড্র চেয়ারম্যান - শাহ মিজান রহমান, র্যাফেল ড্র কো-চেয়ারম্যান - লায়েছ আহমেদ।
টিকিট সংগ্রহের জন্য যোগাযোগ করুন:
BELAL CHOWDHURY-718-749-4045,
MOYNU ZAMAN CHOWDHURY-212-202-0505
SHAHIN KAMALI - 646-233-6691
ABDUL CHOWDHURY UMEL- 347-573-5572
এই আয়োজনের পেছনে রয়েছে বহু নিবেদিতপ্রাণ সংগঠক ও উপদেষ্টা পরিষদ। অনুষ্ঠানে রয়েছে পৃষ্ঠপোষকতার হাত বাড়ানো বিভিন্ন কমিউনিটি ব্যবসায়ী ও পেশাজীবীদের সমর্থন।
আয়োজনে স্পন্সর করেছেন যারা:
1. SHAH NAWAZ `MBA’ (GOLDEN AGE HOME CARE).
Call: 718-775-7852
2. NURUL AZIM (Empire Care Agency, PCA/HHA Service).
3. GREE MECHANICAL YONKERS
Call: 914-222-9477
4. Akib Hussain (MEADOWBROOK)
Call: 914-222-9477
5. BOOK NOW @ 718-721-2012
6. ZAKIR CPA PLLC
Call: 929-207-1516
21528, WESTCHESTER AVE,
BRONX, NY 10462
7. SHAH J. CHOUDHURY (Shah GROUP)
Call: 212-920-0700
8. MOINUL ISLAM (LIRE SALES AGENT)
Call: 917-535-4131
Mail: Moinul4@gmail.com
9. BARI HOME CARE
10. Rahman Malik (CEO, Net Cable)
Call: 718-690-7150
11. Fahad Solaiman (CEO Fauma Innovative)
12. Md Bilal Chowdhury (President- Four Star Import & Distribution Inc. CEO- Noya Distribution Inc.)
Call: 718 749 4045
নিউইয়র্ক ও আশেপাশের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন সময় মতো টিকিট সংগ্রহ করে এই অনন্য আনন্দঘন আয়োজনে অংশগ্রহণ করেন।


















