Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: হৃদয়ভরা শস্য—ইকবাল খান

কবিতা: হৃদয়ভরা শস্য—ইকবাল খান

কবিতা: হৃদয়ভরা শস্য—ইকবাল খান

কবিতা: হৃদয়ভরা শস্য
ইকবাল খান

আমার হৃদয় যদি হতো বিস্তীর্ণ শস্যক্ষেত,
প্রভাতের আলো এসে তার বুকে প্রথম স্পর্শ রাখতো।
নীরব সাধনায় বুনতাম আশা,
পরিশ্রমের শিশিরে ভিজে উঠতো প্রতিটি শব্দ।
ভগ্ন দিনের বীজ, অপ্রকাশিত স্নেহ,
মাটির গভীরে মিলিয়ে যেতো অভিমানের ধুলো।
বর্ষা এলে বুঝতাম—
বেদনারও আছে সৃজনের ধর্ম।
সময় পেরোলে শস্য দুলতো বাতাসে,
কিছু নুয়ে পড়তো ক্লান্ত প্রার্থনায়।
তবু গোধূলির আলোয় জেগে থাকতো হৃদয়,
একটি শান্ত আকাঙ্ক্ষা নিয়ে—
যেন এই অন্তরের ফসল
আমার একার না থাকে,
যেন পৃথিবীর ক্ষুধা
এখানে এসে আশ্রয় পায়।