মুক্তিযুদ্ধের চেতনায় নিউ ইয়র্কে সংগীত পরিষদের বিজয় দিবস উদযাপন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউ ইয়র্কে সংগীত পরিষদ নিউ ইয়র্কের উদ্যোগে গত ২৭ ডিসেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা এবং দেশের বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠান বক্তব্য, আবৃত্তি, সংগীত ও যন্ত্রসংগীতের সমন্বয়ে এক স্মরণীয় সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় ডি. এল. রায়ের কালজয়ী গান “ধনধান্য পুষ্পভরা”—এর সমবেত পরিবেশনার মাধ্যমে। শিশুদের উদ্দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাম্প্রতিক বাস্তবতা নিয়ে প্রাঞ্জল ও প্রেরণাদায়ী বক্তব্য রাখেন সুচরিত দত্ত। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জুবায়ের আহমেদ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জয়তুর্য্য চৌধুরী ও ঝর্না চৌধুরী। একাত্তরকে কেন্দ্র করে আবৃত্তি পরিবেশন করেন ডা. পুষ্পিতা রায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগীত পরিষদের শিক্ষার্থীদের পরিবেশনা। পর্যায়ক্রমে তারা দেশের গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। শিশুদের সমবেত কণ্ঠে ভূপালী রাগে চতুরং পরিবেশনায় তবলায় সংগত করেন শিশু শিক্ষার্থী দাকশিত দত্ত রায়। এছাড়া বিভিন্ন পরিবেশনায় অংশ নেন নবনীতা দেবনাথ পায়েল, সূদীপ্তা ধর, রাইয়ান দাশ, আদৃতা ধর, সোহানা জোবায়ের, কৃষ্টি দাস, সাত্যকি মৈত্র, দৃষিকা চৌধুরী, রাজনারায়ণ চৌধুরী চয়ন ও ফুলু রায় চৌধুরী। প্রতিটি পরিবেশনাই ছিল দর্শকনন্দিত।
অনুষ্ঠানের শেষ পর্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” পরিবেশনের মাধ্যমে গৌরবময় এই আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ডা. পুষ্পিতা রায় এবং তবলায় সংগত করেন সুচরিত দত্ত। ব্যানার ডিজাইন করেন পারমিতা মুমু। ছবি ও ভিডিও ধারণ করেন ডা. দীপালোক বণিক। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন স্বাগতা মৈত্র মৌ, জুয়েল চৌধুরী, ডা. রাজউৎস দেবনাথ, শম্পা রায়, দেবযানী মজুমদার, রাজনারায়ণ চৌধুরী, ক্রিস্টেলা কুইয়া ও তাজুল হোসেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিজয় দিবসের এই সফল আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন সংগীত পরিষদ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট কাবেরী দাশ।

















