সনাতনীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ অঙ্গীকার: ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ ইনক্–এর নতুন কমিটি গঠন সম্পন্ন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশি হিন্দু সনাতনীদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রে সংগঠিত আন্দোলন জোরদারের প্রত্যয়ে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ ইনক্–এর নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সনাতনীদের ওঁম শক্তি মন্দিরে সংগঠনের উদ্যোগে বিকেল ৫টায় বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
তিনজন নির্বাচন কমিশনারের সঙ্গে আরও দু’জন সদস্য যুক্ত করে মোট পাঁচ সদস্যবিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটির সদস্যরা হলেন—প্রধান নির্বাচন কমিশনার অজিত চন্দ, কমিশনার আশীষ ভৌমিক ও গৌরাঙ্গ রায়, সংগঠনের বোর্ড অব ডিরেক্টরস সদস্য বিষ্ণু গোপ ও রবীন্দ্র পাল। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর সকলের উপস্থিতিতে ২০২৬–২০২৭ সালের জন্য পরবর্তী দুই বছরের ট্রাস্টি বোর্ড, বোর্ড অব ডিরেক্টরস ও কার্যকরী কমিটির পূর্বের নেতৃত্বকে পুনরায় নতুন কমিটি হিসেবে ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভজন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রামদাস ঘরামী। সাধারণ সম্পাদক পদে রামদাস ঘরামীকে নিয়ে আপত্তি উঠলে তিনি সভায় সকলের সামনে অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
সাবজেক্ট কমিটি ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ ইনক্–এর আটটি গুরুত্বপূর্ণ পদের জন্য প্রার্থী নির্ধারণ করে। এ পদের মধ্যে সাতটিতে পূর্বের দায়িত্বপ্রাপ্তদের পুনর্নির্বাচিত করা হয়। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টরস পদটি খালি রাখা হয়, যা নির্বাচিত সাতজন নেতা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করবেন।
নির্বাচিত নেতৃবৃন্দ হলেন—চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ: নিত্যানন্দ কিশোর দাস; চেয়ারম্যান, বোর্ড অব ডিরেক্টরস: ড. প্রভাত দাস; মেম্বার সেক্রেটারি, বোর্ড অব ডিরেক্টরস: সুশীল সিনহা; সভাপতি, এক্সিকিউটিভ কমিটি: ভজন সরকার; সাধারণ সম্পাদক, এক্সিকিউটিভ কমিটি: রামদাস ঘরামী; কোষাধ্যক্ষ, এক্সিকিউটিভ কমিটি: সঞ্জিত ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক, এক্সিকিউটিভ কমিটি: উত্তম সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান নবেন্দ দত্ত, সভাপতি দ্বীজেন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিষ্ণু গোপ, বোর্ড অব ডিরেক্টরস সদস্য রূপ কুমার ভৌমিক ও নিতাই নাথ, সংগঠনের সহ-সভাপতি ভবতোষ মিত্র ও জয়দেব গাইন, কোষাধ্যক্ষ সঞ্জিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা, পলাশ ঘোষসহ আরও অনেকে।
সভায় নেতৃবৃন্দ দৃঢ়ভাবে ঘোষণা করেন, ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ ইনক্ আগামী দিনে বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর চলমান নির্যাতন বন্ধ, সংখ্যালঘুদের ন্যায্য দাবি আদায়, চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং দীপু দাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ও সুসংগঠিত ভূমিকা পালন করবে।

















