Logo

রাজনীতি    >>   জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সাজন কুমার মিস্ত্রী: লড়বেন বাগেরহাট–৪ আসনে

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সাজন কুমার মিস্ত্রী: লড়বেন বাগেরহাট–৪ আসনে

জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সাজন কুমার মিস্ত্রী: লড়বেন বাগেরহাট–৪ আসনে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–৪ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সজন কুমার মিস্ত্রী। জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

ফেসবুক বার্তায় যা বললেন সাজন কুমার মিস্ত্রী: মনোনয়ন পাওয়ার পর এক পোস্টে তিনি লেখেন: “জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান স্যারের কৃপায় দলের পক্ষ থেকে বাগেরহাট–৪ আসনে চূড়ান্ত মনোনীত হলাম। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, দেশের অন্যান্য অনেক প্রার্থীর মতো তাঁর বিপুল অর্থবল নেই; তবে সাধারণ মানুষের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসা ও দায়বদ্ধতার কোনো কমতি নেই।

সজন কুমার মিস্ত্রী তাঁর পোস্টে নির্বাচনের লড়াইকে একটি 'সংগ্রাম' হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, তাঁর লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণকে সঠিক মূল্যায়ন করা। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, তাঁর সাথে অর্থ পাওয়া যাবে না, তবে ভালো কর্মের সঙ্গী হওয়া যাবে। এখন সাধারণ মানুষ ভালো কাজের সঙ্গী হবেন নাকি ব্যক্তিগত সুবিধার জন্য কাজ করবেন—সেই সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। তিনি নিজেকে দেশের কল্যাণে এবং মানুষের মঙ্গলে সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত বলে অঙ্গীকার ব্যক্ত করেন।