Logo

ইউএসএ নিউজ    >>   সংস্কৃতির ওপর বর্বর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিপার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ: উদীচী–ছায়ানটের কার্যালয়ে হামলাকে ‘বাংলাদেশের সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র’ আখ্যা

সংস্কৃতির ওপর বর্বর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিপার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ: উদীচী–ছায়ানটের কার্যালয়ে হামলাকে ‘বাংলাদেশের সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র’ আখ্যা

সংস্কৃতির ওপর বর্বর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিপার প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ: উদীচী–ছায়ানটের কার্যালয়ে হামলাকে ‘বাংলাদেশের সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র’ আখ্যা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নাট্য আন্দোলন, বাউল শিল্প, ছায়ানট ও উদীচীর মতো প্রগতিশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক মব হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ ও সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)।
“এ কোন বাংলাদেশ—যেখানে সুর অসুরের দখলে” শীর্ষক স্লোগানে গত ২৩ ডিসেম্বর রাতে নিউইয়র্কের জ্যামাইকার একটি মিলনায়তনে আয়োজিত এই প্রতিবাদী সমাবেশে বক্তব্য, কবিতা, ছড়া ও সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।


বিপার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।
সমাপনী বক্তব্যে বিপার অন্যতম সংগঠক সেলিমা আশরাফ দেশ ও প্রবাসের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী উগ্র গোষ্ঠীর হামলায় ছায়ানট ও উদীচীর কার্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এ হামলায় ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র, বাদ্যযন্ত্র ও আসবাবপত্রসহ বিপুল সাংস্কৃতিক সম্পদের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, “বৈষম্যহীন সমাজ ও বাকস্বাধীনতা নিশ্চিতের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো ধর্মান্ধ বা সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রই বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার পথ রুদ্ধ করতে পারবে না।”


বাচিক শিল্পী সাবিনা নিরু–র সঞ্চালনায় আয়োজিত ছড়া ও কবিতা পর্বে অংশ নেন সালাম শাহরিয়ার, এ্যানি ফেরদৌস, সায়ান নিবিড় শারমিন, চিত্রা রোজারিও, তাপস সাহা, তৌফিক আল মান্নান, স্বাধীন মজুমদার, মৃদুল আহমেদ, আবির আলমগীর, মিনহাজ আহমেদ শাম্মু, পিংকি চৌধুরী, তাহরিনা পারভীন প্রীতি, স্বপন বিশ্বাস ও পারভীন সুলতানা। কথামালায় অংশ নেন স্মৃতি ভদ্র ও হরিপদ মণ্ডল।
একক সংগীত পরিবেশন করেন তাহনিয়া শেহরীন, আলভান চৌধুরী, জারিন মাইশা, কাজী হক, দিপায়ন চৌধুরী ও দেবদাস চৌধুরী।


সমবেত সংগীতে অংশ নেন বিপা সুতিপা চৌধুরী ও তার দল এবং ডায়াসপোরা।
সুপ্রিয়া চৌধুরী–র পরিচালনায় তবলায় ছিলেন পিনাক পানি গোস্বামী ও স্বপন দত্ত, খঞ্জনীতে আশিষ চৌধুরী।
এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধে দেশ-প্রবাসের সংস্কৃতিকর্মীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।





Two Random Colors on a Flag

Two Random Colors on a Flag