আজ নন্দিত কণ্ঠশিল্পী রাজীব ভট্টাচার্য্যের শুভ জন্মদিন
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র:
২০০২ সালের ১লা জানুয়ারী ইংরেজী নববর্ষ উপলক্ষে কোলকাতার সায়েন্স সিটির দর্শকপূর্ণ এক অডিটোরিয়ামে গ্রীনরুমে বসেছিলেন উপমহাদেশের কিংবদন্তী প্রয়াত সঙ্গীতশিল্পী মান্না দে। সাথে ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও প্রখ্যাত মিউজিশিয়ানগণ। ঐ গ্রীনরুমে প্রবেশ করলেন বাংলাদেশ থেকে আগত মান্না দে’র এক অনুভক্ত সুদর্শন যুবক। প্রথমে পরিচয় ও পরবর্তীতে আলাপচারিতার ফাঁকে শ্রদ্ধেয় শিল্পী মান্না দে’র আদেশে ঐ যুবক মান্না দে’র বেশ কয়েকটি কালজয়ী গানের স্থায়ী ও অন্তরা স্বয়ং মান্না দে’কে গেয়ে শোনালেন। দরদভরা, আকুণ্ঠ যুবকের গান শুনে তিনি তার মাথায় আশীর্বাদের হাত বুলিয়ে বলেন, “সাধনা চালিয়ে যাও, জয় তোমার সুনিশ্চিত।”
সেদিনের স্বর্ণালী সন্ধ্যার সেই যুবকের নাম হলো আজকের নন্দিত কণ্ঠশিল্পী রাজীব ভট্টাচার্য্য। প্রায় তিন দশক ধরে গান করছেন বাংলাদেশ টেলিভিশন, বেতার ও মঞ্চের অনন্য এই সঙ্গীতশিল্পী।
বাবা প্রখ্যাত লোককবি কল্পতরু ভট্টাচার্য্য ও কাকা চক্রপাণি ভট্টাচার্য্য দুইজনেই বাংলাদেশের লোকজ ঐতিহ্যের গান কবিগানের দুই দিকপাল। আধুনিক, রবীন্দ্র, নজরুল, ব্যান্ড ফোক ও পাশ্চাত্য সংগীতের বিভিন্ন ধারায় বহুমূখী গান গেয়ে পেয়েছেন এক অপ্রতিদন্ধী খ্যাতি অর্জন করেন।
পৃথিবীর বিভিন্ন দেশের মঞ্চে দীর্ঘদিন ধরে দাপট ও সুনামের সাথে গান গেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
তাঁর এ পর্যন্ত প্রকাশিত এ্যালবামের মধ্যে, “তুমি বড় স্বার্থপর”, “ঝড়াপাতা”, “ফেরারী স্বপ্ন”, “একলা পাখি”, “জানি আসবে ফিরে”, উল্লেখযোগ্য। তাঁর গাওয়া “আমি আবার সবুজ হবো” গানটি (গলা: সুজন কুমার মজুমদার, সুর: উত্তম কুমার দত্ত) ঈদের বিশেষ নাটক “ঘুন পোকার গল্প”-তে টাইটেল সং হিসেবে শ্রোতাপ্রিয় হয়।
গত বছর চ্যানেল আই ইমপ্রেস টেলিফিল্ম এর বিশেষ টেলিফিল্ম “পুরষ্কার পঞ্চাশ লক্ষ”-এ তাঁর কথা ও সুরে গাওয়া “কেন কাছে এলে” গানটি দর্শক শ্রোতার মন জয় করে। সম্প্রতি তিনি ভারত থেকে দশটি গানের একটি এ্যালবাম প্রকাশ করেন। শৈশব থেকেই তিনি এখন পর্যন্ত অসংখ্য পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বিগত ২০০৬ সালে বাংলাদেশের জনপ্রিয় বাংলাগানের রিয়েলিটি শো “ক্লোজ আপ ওয়ান” প্রতিযোগীতায় অংশগ্রহন করে বিশেষ কৃতিত্বের সাক্ষর রাখেন।
এছাড়া তিনি বাংলাদেশ প্রেসক্লাব সম্মাননা, মিডিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা এ্যওয়ার্ড সমকাল সম্মাননা, ফোরানা ইউএসএ সম্মাননা, শিল্পকলা একাডেমী, নিউইয়র্ক সম্মাননা রবীন্দ্র একাডেমী অব ইউএসএ সম্মাননা, ছড়াচে সম্মাননা, কিশোর, সুবীর নন্দী ও আইয়ুব বাচ্চু সম্মাননা অর্জন করেন।
আজ ২৮শে ডিসেম্বর আমাদের সবার প্রিয়, নন্দিত এই কণ্ঠশিল্পী রাজীব ভট্টাচার্য্যের শুভ জন্মদিন। তাঁর জন্মদিনে জানাই পুষ্পিত শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তাঁর সঙ্গীতময় পথচলা সার্থক ও সমৃদ্ধ হোক।
নন্দিত কণ্ঠশিল্পী রাজিব ভট্টাচার্য্যের জন্মদিনে জ্ঞানি-গুণীজনের শুভেচ্ছা বার্তা
শেখ সাদি খান
(বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক)
স্নেহধন্য রাজীব আমার সুর ও সঙ্গীত পরিচালনায় কাজ করেছে যা ইতিমধ্যে শ্রোতানন্দিত হয়েছে। আমি তার সঙ্গীতময় আগামী দিনগুলোতে সাফল্য কামনা করি। তার জন্য রইল অনেক অনেক দোয়া ও অফুরন্ত ভালোবাসা।
রবীন্দ্রনাথ রায়:
(বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক)
স্নেহাস্পদ অনুজ রাজীব-এর গান শুনেছি। তাঁর কণ্ঠশৈলী, গায়কী ও শব্দ প্রসেস সব মিলিয়ে সে একজন অনবদ্য প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী। তাঁর সঙ্গীত জীবন এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হোক। এই কামনায় তার জন্য রইল আশীর্বাদ ও ভালোবাসা।
দেবু চৌধুরী:
(তবলাশিল্পী, বীরমুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক)
প্রিয় রাজীব, সঙ্গীত নিয়ে তোমার আগামীদিনের স্বপ্ন সার্থক রুপ লাভ করুক এই কামনা করি। ঈশ্বর তোমার মনের সকল আশা পূর্ণ করবেন সেই আশির্বাদ ও প্রার্থনা করি।
তপন চৌধুরী:
(দেশবরেণ্য নন্দিত কণ্ঠশিল্পী)
উত্তর আমেরিকা কথা বাংলাদেশের নন্দিত সুগায়ক “রাজীব ভট্টাচার্য্য” আমার পছন্দের সঙ্গীত শিল্পী। তার সাবলীল সঙ্গীত পরিবেশনা আমাকে বিমোহিত করে। পরমকরুনাময়ের কাছে তার সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করি। তার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ফোয়াদ নাসের বাবু:
(প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও কিবোর্ড শিল্পী)
আমার সুর ও সঙ্গীত পরিচালনায় রাজীব গান গেয়েছে। যা ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করেছে। রাজীবের অনবদ্য কণ্ঠশৈলী প্রশংসার দাবী রাখে। তাঁর সঙ্গীত জীবনের পথচলা সমৃদ্ধ হোক এই কামনায় তার জন্য রইল দোয়া ও ভালোবাসা।
লুৎফর নাহার লতা:
(নন্দিত নাট্যশিল্পী ও বাচিক শিল্পী)
রাজীব আমার প্রিয় একজন সঙ্গীত শিল্পী।যুক্তরাষ্ট্রে তাঁর সাথে আমার পরিচয়। তারপর থেকে মঝ্চ এবং মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে তার প্রানবন্ত ঙ্গীত পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে। প্রবাসে রাজীব একমাত্র সঙ্গীত শিল্পী যে সঙ্গীতের বিভিন্ন ধারার গানে সমানভাবে পারদর্শী। সম্প্রতি কোলকাতায়ে তার রেকর্ডকৃত বেশকিছু মৌলিক গান রিলিজের অপেক্ষায় রয়েছে। এই গানগুলো শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। তার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

















