দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়ালো বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ
ময়মনসিংহ (বাংলাদেশ) থেকে প্রতিনিধি:
উশৃঙ্খল মব কতৃক পরিকল্পিত ভাবে পুড়িয়ে হত্যা করা দীপু চন্দ্র দাসের শোকাহত পরিবারের পাশে সহযোগিতা নিয়ে দাড়াল বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ। কতিপয় তৌহিদী জনতা সম্পুর্ন নির্দোষ দীপু চন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে উল্লাস করে। সমগ্র বিশ্ব জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র নিন্দার ঝড়। লজ্জায় পুরো দেশ অবগুণ্ঠিত।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসরদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা নেতৃবৃন্দ দীপু দাসের বাড়িতে গিয়ে সর্বতোভাবে পাশে থাকার দৃঢ অংগীকার করেন। দীপু দাসের শ্রাদ্ধাদি যাবতীয় ক্রিয়ার দায়িত্ব, ব্রাহ্মণ সংসদ - ময়মনসিংহ, গ্রহণ করেছেন। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দীপু দাসের পরিবারকে সকল প্রকার সহযোগীতা করতে বদ্ধ পরিকর।
এদিকে, দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সভাপতি লে. কর্নেল (অব.) নিরন্জন ভট্রাচার্য, মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্রাচার্য, ও প্রধান সমন্বয়ক দীপক কুমার আচার্য এক বিবৃতিতে প্রকৃত ঘটনা কারণ অনুসন্ধান করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান দাবী জানান। বাংলাদেশে হিন্দুদের প্রতি যেন কোন সন্ত্রাসী ঘটনা না ঘটে সেজন্য বর্তমান সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানানো হয়।

















