স্টেট সিনেটরের প্রার্থী জেসিকা গনজালেস-রোজাসকে সমর্থনে জ্যাকসন হাইটসে রিসেপশন অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট–১৩ এর ডেমোক্র্যাট প্রার্থী জেসিকা গনজালেস-রোজাসকে সমর্থনে এক বিশেষ রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। ফাউমা ইনোভেটিভ ইনক.-এর ৫ম তলার হলে (ঠিকানা: 37-18 73rd St, Suite 502, Jackson Heights, NY 11372) গত মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , কমিউনিটির জনপ্রিয় নেতা ফাহাদ সোলাইমান, সাজাদী পারভিন সারাহ, শাহ জে. চৌধুরী, ডিবিসির সাংবাদিক কানু দত্ত, অনলাইন পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান , প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা,কামরুল ইসলাম, নজরুল ইসলাম, আকাশ রহমান, ফয়সাল আজিজ, রূহিন হোসেনসহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা ও সংগঠক। আয়োজনের সাথে যুক্ত ছিলেন পিয়ার মোহাম্মদ, ফাহাদ সোলায়মান, মাজেদা উদ্দিন, শাকিল মিয়া, জে মোল্লা সানি , মিয়া মোহাম্মদ দুলাল, মোফিজুর রহমান, ফেমড রকি ও মোহাম্মদ এ. আবেদ।
রিসেপশন উপলক্ষে কমিউনিটির জনপ্রিয় নেতা ফাহাদ সোলায়মান, সাংবাদিক শাহ জে. চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে জেসিকা গনজালেস-রোজাস বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কুইন্সের রাস্তার নতুন পার্কিং সাইন, স্কুলগুলোর সুবিধা বৃদ্ধি, এলাকায় নিরাপত্তা জোরদার এবং ছোট ব্যবসায়ীদের সহায়তার উপায়—এগুলো ছিল মূল আলোচনার বিষয়।
অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি মিডিয়ার প্রতি বিশেষ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

















