Logo

অর্থনীতি    >>   সরকারি অচলাবস্থার মাঝেই প্রত্যেক মার্কিন নাগরিককে কমপক্ষে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

সরকারি অচলাবস্থার মাঝেই প্রত্যেক মার্কিন নাগরিককে কমপক্ষে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

সরকারি অচলাবস্থার মাঝেই প্রত্যেক মার্কিন নাগরিককে কমপক্ষে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যুগান্তকারী অর্থনৈতিক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রত্যেক মার্কিন নাগরিককে কমপক্ষে ২ হাজার ডলার করে লভ্যাংশ দেওয়া হবে—উচ্চ আয়ের নাগরিকরা এই সুবিধার বাইরে থাকবেন। ট্যারিফ থেকে অর্জিত রাজস্ব থেকেই এই অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।
গত ১০ নভেম্বর টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, রোববার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে লিখেছেন, “প্রত্যেক আমেরিকান নাগরিককে অন্তত ২ হাজার ডলার দেওয়া হবে।”
এই ঘোষণাটি এসেছে এমন সময়, যখন ট্রাম্পের ট্যারিফ নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এবং সরকারের অচলাবস্থার কারণে জাতীয় খাদ্য সহায়তা কর্মসূচি ব্যাহত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবিসি নিউজকে জানান, এই ২ হাজার ডলারের লভ্যাংশ নানা উপায়ে দেওয়া হতে পারে। এতে কর ছাড়ও যুক্ত থাকতে পারে—যেমন বোনাস ও ওভারটাইম আয়ের ওপর কর মওকুফের বিষয়টি বিবেচনায় আছে।
এদিকে ট্রাম্প তার ট্যারিফ নীতিকে রক্ষায় কঠোর অবস্থান নিয়ে বলেন, “যারা ট্যারিফের বিরোধিতা করে, তারা বোকা।” তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ দেশ। দেশের মুদ্রাস্ফীতি প্রায় নেই বললেই চলে এবং শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।