Logo

আন্তর্জাতিক    >>   ফ্লাশিং হিন্দু টেম্পলে ৩০ নভেম্বর অর্থহীন ও সুমনের মেগা কনসার্ট—উৎসব গ্রুপ প্রেজেন্টস; নিউইয়র্কে জমকালো সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

ফ্লাশিং হিন্দু টেম্পলে ৩০ নভেম্বর অর্থহীন ও সুমনের মেগা কনসার্ট—উৎসব গ্রুপ প্রেজেন্টস; নিউইয়র্কে জমকালো সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

ফ্লাশিং হিন্দু টেম্পলে ৩০ নভেম্বর অর্থহীন ও সুমনের মেগা কনসার্ট—উৎসব গ্রুপ প্রেজেন্টস; নিউইয়র্কে জমকালো সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন এবং প্রতিষ্ঠাতা-লিডার সুমনকে ঘিরে নিউইয়র্কে এক জমকালো সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ৩০ নভেম্বর ২০২৫ ফ্লাশিং হিন্দু টেম্পলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই মেগা কনসার্ট—উৎসব গ্রুপ প্রেজেন্টস অর্থহীন ব্যান্ড ও সুমনের লাইভ শো।
এই উপলক্ষে গত ২৪ নভেম্বর (সোমবার) রাত ৮টায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় জনপ্রিয় নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যান্ডটির উত্তর আমেরিকা সফরের সফলতা, চূড়ান্ত শো এবং নিউইয়র্ক কনসার্টের গুরুত্ব তুলে ধরতেই এই বিশেষ আয়োজন ছিল।


ন্যাশনাল প্রমোটার মিউজিক বাংলা বোস্টন-এর সার্বিক আয়োজনে এবং উৎসব গ্রুপের টাইটেল স্পনসরশিপে অর্থহীন ব্যান্ড এ বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ধারাবাহিকভাবে শো সম্পন্ন করেছে। প্রতিটি স্টেটেই প্রবাসী বাংলাদেশিদের বিপুল সাড়ায় ব্যান্ডটি মুগ্ধ হয়েছে।
সম্পন্ন হওয়া শোগুলোর মধ্যে ছিল বোস্টন, মিশিগান, লুইসিয়ানা, ডালাস, পারডু ইউনিভার্সিটি, ভার্জিনিয়া, এবং আগামী ৩০ নভেম্বর নিউইয়র্কের চূড়ান্ত কনসার্ট। শেষ শো হিসেবে ১৪ ডিসেম্বর সান দিয়েগোতে পারফর্ম করে ব্যান্ডটি দেশে ফিরে যাবে।
অর্থহীন—বাংলাদেশের রক সংগীতের একটি ইতিহাস গড়া ব্যান্ড। সুমনের হাত ধরে ১৯৯৩ থেকে ১৯৯৯ সালের সৃষ্টিশীল যাত্রা পার করে ১৯৯৯ সালে ‘অর্থহীন’ নামে ব্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ পর্যন্ত ব্যান্ডটি ৮টি অ্যালবাম প্রকাশ করেছে এবং প্রত্যেকটিই শ্রোতা ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।


মতবিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
“উত্তর আমেরিকার দর্শকদের সামনে বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ডকে উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত। আপনাদের সহযোগিতা পেলে এই মেগা কনসার্টকে আরও সফলভাবে বিশ্বমুখী করা সম্ভব।”
মঞ্চে উপস্থিত ছিলেন:
পারভেজ (স্বত্বাধিকারী, মিউজিক বাংলা বোস্টন),
রায়হান জামান (প্রেসিডেন্ট ও সিইও, উৎসব গ্রুপ — টাইটেল স্পন্সর),
এনাম চৌধুরী (প্রেসিডেন্ট ও সিইও, ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট),
আরিফুজ্জামান আরিফ (প্রেসিডেন্ট ও সিইও, পিঙ্ক নয়েজ),
নাসরিন আহমেদ (সিনিয়র লিগ্যাল ইমিগ্রেশন কনসালটেন্ট),
সায়িদ ইমাম বুলবুল (আই আর এন্টারটেইনমেন্ট),
উপস্থাপনা করেন জনপ্রিয় টিভি ও মঞ্চ উপস্থাপিকা সাদিয়া খন্দকার।
সবশেষে ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট-এর প্রেসিডেন্ট এনাম চৌধুরী উপস্থিত সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।

ভিডিও দেখুন:-

 

ফটোগ্যালারি দেখুন:-