সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’-এর মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রবাসে বাংলা সাহিত্যচর্চার ধারাবাহিকতাকে এগিয়ে নিতে ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’-এর নিয়মিত মাসিক সাহিত্য আসর গত ২৫ জুলাই ২০২৫, শুক্রবার সন্ধ্যায় উডসাইডের একটি সুনির্মল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ আসরে বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এবারের আসরে ছিল স্বরচিত কবিতা ও গদ্য পাঠ, সাহিত্যিক আলোচনা, আবৃত্তি এবং বই আলোচনা। অংশগ্রহণকারীরা নিজেদের সৃষ্ট সাহিত্যকর্ম উপস্থাপনের পাশাপাশি সমকালীন সাহিত্য প্রবণতা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। আবৃত্তির পরিবেশনা সমগ্র আসরজুড়ে বিশেষ আবহ তৈরি করে, যা শ্রোতাদের মুগ্ধ করে রাখে।
অনুষ্ঠানের শেষপর্বে, সাহিত্য একাডেমির প্রচলিত রীতি অনুসারে পরবর্তী আসরের জন্য পাঠ্য বই অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
আসর শেষে পরিবেশিত হয় সুস্বাদু নৈশভোজ, যা সাহিত্যিক আড্ডার উষ্ণতা আরও বাড়িয়ে দেয়। সমাপনী বক্তব্যে মোশাররফ হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে জানান, প্রবাসে বাংলা সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে একাডেমির এই নিয়মিত আসর ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















