বর্ণাঢ্য আয়োজনে ব্রঙ্কসে ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্–এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্–এর উদ্যোগে ব্রঙ্কসে উৎসবমুখর পরিবেশে ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন এবং একই সঙ্গে সংগঠনের নবনির্বাচিত কার্যকরী কমিটি ২০২৬–২০২৭-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান ।
গত ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় গোল্ডেন প্যালেস, পার্কচেস্টার, ব্রঙ্কসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সিনিয়র নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ-এর সভাপতিত্বে এবং কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় নববর্ষ বরণ ও ব্রেকফাস্ট পার্টি অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের খতিব ও ইমাম মাওলানা ওবায়দুল্লাহ। পবিত্র গীতা পাঠ করেন প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের থিমসং পরিবেশনের মাধ্যমে জাতীয় সংগীত সমস্বরে গাওয়া হয়। সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণ করা হয়। বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে সকল অংশগ্রহণকারী, অতিথি ও স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ট্রাস্টিস সদস্য, বাংলাদেশ সোসাইটি ইনক্–এর ডা. মোহাম্মদ এনামুল হক এমডি। তাকে ফুলেল শুভেচ্ছা জানান খলিলুর রহমান, এম. এ. নাসির এবং সুরাইয়া আলম লাকী।
অভিষেক ও শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন বিজয় কৃষ্ণ সাহা (সদস্য সচিব), খন্দকার আব্দুল বাকি, খবির উদ্দিন ভূঁইয়া এবং ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।
স্বাগত বক্তব্য রাখেন অভিষেক কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার বিজয় কৃষ্ণ সাহা। পরে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত কার্যকরী কমিটি ২০২৬–২০২৭-এ যারা শপথ গ্রহণ করেন তারা হলেন—
সভাপতি মো. লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি হাসান আলী, সহ-সভাপতি সরকার আব্দুল মজিদ, খবির উদ্দিন ভূঁইয়া ও সাইফুল ইসলাম।
সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ এম. এ. নাসির, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মকবুল মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি সুধাংশু কুমার মন্ডল, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আতিকুর রহমান এবং মহিলা বিষয়ক সম্পাদক হোসনেরা বেগম।
নির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন আব্দুর রউফ, বিজয় কৃষ্ণ সাহা, কর্পোরাল (অব.) আব্দুল মতিন, কামাল উদ্দিন, আব্দুল রাজ্জাক, মোতাছির আলী দেওয়ান মঞ্জু, আহাদ তালুকদার বাবুল ও আব্দুল মজিদ।
নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সুস্বাস্থ্য, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠক জালাল চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক্–এর সভাপতি আতাউর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মনজুর আহমেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন ইউএসএ ইনক্–এর সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ সোসাইটি ইনক্–এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইনক্–এর পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জাহানঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইনক্–এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সিনিয়র সহ-সভাপতি মো. লুকমান হোসেন লুকু, সিপিএ জাকির চৌধুরী, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক্–এর সহ-সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক্–এর সভাপতি শামিম আহমেদ ও যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ।
আরও উপস্থিত ছিলেন ডা. আব্দুস সবুর (সভাপতি, বাংলাবাজার জামে মসজিদ), অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সোহান আহমেদ টুটুল (সভাপতি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক্), সাজুফতা সাহিত্য ক্লাবের সিইও কবি জুলি রহমান, সাঈদা কবির, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, মো. রেজাউল হক, মূল ধারার রাজনীতিবিদ এন মজুমদার, জামাল উদ্দিন আহমেদ ( চেয়ারম্যান ) এবং গোল্ডেন এইজ হোম কেয়ার–এর প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে কেক কেটে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধান অতিথি ডা. মোহাম্মদ এনামুল হক এমডি। আবৃত্তি পরিবেশন করেন কবি সুধাংশু কুমার মন্ডল, কবি আবু তাহের চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি ও সুরাইয়া আলম লাকী। অভিনয় পরিবেশন করেন কবি সুধাংশু কুমার মন্ডল ও এম. এ. নাসির।
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মধ্যে উপস্থিত ছিলেন ড. নূর মোহাম্মদ তফাদার (চেয়ারম্যান, মিলেনিয়াম টিভি), ডিবিসি নিউজের সাংবাদিক কানু দত্ত, মীম টিভির সিইও সুজন আহমেদ, প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, ইউএসএ নিউজ ওয়ান লাইন ডটকম–এর সিইও সাখাওয়াত সেলিম এবং ফটোগ্রাফার ইয়াকুব আলী মিঠু।
দিনব্যাপী এই আয়োজন নববর্ষের আনন্দ, সৌহার্দ্য ও সিনিয়র নাগরিকদের সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

















