Logo

ইউএসএ নিউজ    >>   মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের পরলৌকিক মঙ্গলকামনায় নিউইয়র্কে সংঘদান ও স্মৃতিচারণ

মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের পরলৌকিক মঙ্গলকামনায় নিউইয়র্কে সংঘদান ও স্মৃতিচারণ

মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের পরলৌকিক মঙ্গলকামনায় নিউইয়র্কে সংঘদান ও স্মৃতিচারণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশী বৌদ্ধ সমাজের সর্বোচ্চ ধর্মীয় গুরু, শতবর্ষীয় মহামান্য মহা সংঘনায়ক ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের পরলৌকিক মঙ্গল ও নির্বাণশান্তি কামনায় নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ভাবগাম্ভীর্যপূর্ণ সংঘদান ও স্মৃতিচারণ অনুষ্ঠান।
গত ২১ ডিসেম্বর রবিবার নিউইয়র্ক বুড্ডিস্ট বিহারে ‘সম্মিলিত বাংলাদেশী বৌদ্ধ সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এই মাঙ্গলিক অনুষ্ঠানে বিপুলসংখ্যক সদ্ধর্মপ্রাণ পূণ্যার্থী অংশগ্রহণ করেন। একইসঙ্গে সদ্য প্রয়াত বৌদ্ধ কমিউনিটির সর্বজনপরিচিত প্রিয়ভাষিনী ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব প্রেরণা বড়ুয়ার পরলৌকিক মঙ্গল কামনাও করা হয়।


অ্যালুথগামা ধর্মজ্যোতি মহাথেরোর পৌরোহিত্যে এবং বাংলাদেশী ও শ্রীলংকান ভিক্ষু সংঘের ১৩ জন ভিক্ষুর উপস্থিতিতে দুই পর্বে এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধপূজা, সূত্রপাঠ এবং সদ্ধর্ম দেশনা প্রদান করেন ব্রহ্মবিহার ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত ড. সত্যানন্দ মহাথেরো ও সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত রতনজ্যোতি মহাথেরো। এ পর্বে অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন হয়।


দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের দীর্ঘ ধর্মীয় জীবন, ত্যাগ, মানবকল্যাণমূলক কর্ম ও বৌদ্ধ সমাজে তাঁর অনন্য অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন যথাক্রমে সত্যজিৎ বড়ুয়া, দীপ্তি ভূষণ বড়ুয়া, স্বপন বড়ুয়া, পঞ্চানন বড়ুয়া, সরণ বড়ুয়া, রণবীর বড়ুয়া, প্রাণেশ বড়ুয়া, সুপম বড়ুয়া, বিধান চন্দ্র বড়ুয়া, শ্যামল বড়ুয়া, অমল বড়ুয়া, রানা বড়ুয়া, প্রিয়রঞ্জন বড়ুয়া ও সুরীত বড়ুয়া।
অনুষ্ঠানে রানা বড়ুয়ার উপস্থাপনায় মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের গৈরিক জীবনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মাঝে গভীর আবেগ ও শ্রদ্ধার অনুভূতি সৃষ্টি করে।


এই মহৎ ধর্মীয় ও স্মরণানুষ্ঠানের আয়োজনে ছিলেন প্রিয়রঞ্জন বড়ুয়া, দিলীপ বড়ুয়া, স্বপন বড়ুয়া, রূপক বড়ুয়া, রণবীর বড়ুয়া, শান্তুনু বড়ুয়া, সরণ বড়ুয়া, শিপুল বড়ুয়া, জিনোতোষ বড়ুয়া, রনি বড়ুয়া, রীতেশ বড়ুয়া, সুপম বড়ুয়া ও সুজয় বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রনি বড়ুয়া এবং সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন সুরীত বড়ুয়া।
এই অভূতপূর্ব আয়োজনে নিউইয়র্কে বসবাসরত সর্বস্তরের বাংলাদেশী বৌদ্ধদের ব্যাপক অংশগ্রহণ ধর্মীয় ঐক্য, শ্রদ্ধা ও উত্তরাধিকার রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।