Logo

ইউএসএ নিউজ    >>   বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গঠনের প্রত্যয়ে নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র বিজয় দিবস উদযাপন—নতুন প্রজন্মের ভাবনা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গঠনের প্রত্যয়ে নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র বিজয় দিবস উদযাপন—নতুন প্রজন্মের ভাবনা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গঠনের প্রত্যয়ে নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র বিজয় দিবস উদযাপন—নতুন প্রজন্মের ভাবনা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে নিউইয়র্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ। গত ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকাল ৪টায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে বিজয় দিবসকে নতুন প্রজন্মের দৃষ্টিতে মূল্যায়ন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র সভাপতি হাফিজুল হক। সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বীর সঞ্চালনায় প্রথম পর্বে “বিজয় দিবস নিয়ে নতুন প্রজন্মের ভাবনা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, বাঙালি সংস্কৃতি, জাতীয় পতাকা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মূল্যবোধ নিয়ে বক্তব্য রাখে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রতিনিধিরা।


আলোচনায় অংশ নেয় পাবনি হক, উদিতা তন্বী, প্রজ্ঞাত্তম সাহা প্রজ্ঞা, সৌরভ সরকার, শিবাদিত্য দত্ত, দেবাদিত্য দত্ত, আনিশা আশরাফ, রামিসা, প্রিয়তা সাহা এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশার কন্যা নমিশা চৌধুরী। তাদের বক্তব্যে উঠে আসে—১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুধু একটি সামরিক বিজয় নয়, এটি ছিল ভাষা, সংস্কৃতি, গণতন্ত্র ও মানবাধিকারের বিজয়।

এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. নজরুল ইসলাম নতুন প্রজন্মের অংশগ্রহণকারী সন্তানদের হাতে সম্মাননাসূচক সার্টিফিকেট ও মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার তুলে দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ড. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোল্লা, ডা. আজিজুল হক, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, জ্যামাইকা শাখার সভাপতি আশিষ রায় এবং যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল প্রমুখ।


বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয় অর্জন করে। ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা আজ আরও বেশি জরুরি। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে ইতিহাসের সত্য তুলে ধরা এবং সাম্প্রদায়িকতা ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।


আলোচনা শেষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়।