সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির নতুন কার্যকরী কমিটি গঠন: আলমগীর হোসাইন খান সভাপতি, আমির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে আলমগীর হোসাইন খান সভাপতি এবং আমির উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত রবিবার সন্ধ্যা ৭টায় নিউ জার্সির দেশীবাজার সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ইউনিটি অব নিউজার্সির আহ্বায়ক ও সাবেক কমিশনার আহেয়া খান। সভায় সংগঠনের শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান, বর্তমান কাউন্সিলম্যান অ্যাট-লার্জ ফরিদ উদ্দিন, সাবেক কাউন্সিলম্যান গিলম্যান চৌধুরী, কমিশনার মোসলেহ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুজন আহমেদ সাজু, উপদেষ্টা খলিলুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুয়েল আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচিত সভাপতি আলমগীর হোসাইন খান , সাধারণ সম্পাদক আমির উদ্দিন ।
সভায় বক্তারা প্রবাসে বসবাসরত সিলেট মহানগরের মানুষদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসাইন খানকে সভাপতি এবং সদস্য সচিব আমির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ ২০২৫–২০২৭ দুই বছর।
নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসাইন খান ও সাধারণ সম্পাদক আমির উদ্দিন তাদের বক্তব্যে নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভা শেষে উপস্থিত সদস্য ও অতিথিদের মাঝে নৈশভোজ বিতরণ করা হয়। সূত্র : এশিয়ান পোস্ট।

















